পতাকা-জার্সি ছিলই, এবার রসনা তৃপ্তিতেও মেসি-নেইমারদের পাশে কলকাতা
Last Updated:
রসনা তৃপ্তিতেও এবার ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পাশে কলকাতা।
#কলকাতা: পতাকা, জার্সিতে সমর্থন রয়েইছে। রসনা তৃপ্তিতেও এবার ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পাশে কলকাতা। মধ্য কলকাতার এক ক্যাফেতে খেলা দেখার সঙ্গে রয়েছে বিদেশি খানার হরেক আয়োজন।
ভুরিভোজ। সঙ্গে ম্যাচ দেখা। এক ময়দানে দুই স্বাদ। ক্যামাক স্ট্রিটের এই রেস্তোঁরায় কী নেই। রাশিয়ায় অংশ নেওয়া প্রথম সারির দেশগুলির জনপ্রিয় খাবারের পদ নিয়ে তারা হাজির। মেক্সিকান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান খাবার, সঙ্গে লাইভ টেলিকাস্ট। প্রায় সারাদিন রেস্তোরাঁয় ফুটবলপ্রেমীদের আনাগোনা।
স্পেনের এক সমর্থকের মতে, ‘‘ এটা আমার পছন্দের ক্যাফে, খাবার খুব ভাল, সবাই মিলে বসে খেলা দেখার সুযোগ রয়েছে এখানে ৷ ’’
advertisement
advertisement
শুধু বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএলের একাধিক ম্যাচের লাইভ টেলিকাস্ট হয়েছে এই রেস্তোরাঁয়। খাস লিভারপুল থেকে এসেছিলেন এক সমর্থক। তিনি বলেন, ‘‘ বিশ্বকাপের মতো পরিবেশ, খাবারেও গুরুত্ব, মাঝ রাত পর্যন্ত এখানে খেলা চলে ৷ ’’ ২০০ টাকা থেকে এখানে খাবারের দাম শুরু। ফুটবল নিয়ে বই, ইন্ডোর গেমসও রয়েছে রেস্তোরাঁয়।
রিপোর্টার: শালিনী দত্ত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2018 9:04 PM IST