বিশ্বকাপের সাফল্য ঢেকেছে রুশ ব্যর্থতা, আন্দোলনকে পিছনে ফেলে পুতিন ও রাশিয়ার ভাবমূর্তি উদ্ধার
Last Updated:
সাফল্য অনেক ব্যর্থতা ঢেকে দেয়। ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
#মস্কো: সাফল্য অনেক ব্যর্থতা ঢেকে দেয়। ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করে দেশে যাবতীয় আন্দোলন ঠান্ডা ঘরে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিমী নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের অর্থনীতিও মজুবত হয়েছে।
বিশ্বকাপের শুরুতে রাশিয়ান টিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফিফা র্যাঙ্কিংয়ে ৭০-এ থাকা টিমই এখন বিশ্বকাপের বিস্ময়। রাশিয়া জুড়ে জাতীয় দল নিয়ে আলোচনা। টিমের এই ফর্ম রাশিয়ার অনেক অন্ধকার ঢেকে দিয়েছে। রাস্তায় থাকা লোকগুলিকে কোথায় রাখা হল । সেই প্রশ্ন আপাতত ঠান্ডা ঘরে। জবাব নেই পেনশনের। এইসব ইস্যুতে আন্দোলনের তোড়জোড় হলেও দেশের জন্য চিৎকারে সব চাপা পড়ে যাচ্ছে।
advertisement
বিশ্বকাপ সফলভাবে আয়োজন রাশিয়ার অন্যতম বড় সাফল্য। সোচি অলিম্পিকের সময় ডোপিংয়ের ঘটনায় দেশের দুর্নাম হয়। এখন ছবিটা বদলেছে। কোচ, ফুটবলারদের সঙ্গে নিয়মিত কথা হয় প্রেসিডেন্টের।
advertisement
বিশ্বকাপের আগে রাশিয়া নিয়ে অনেক নেতিবাচক প্রচার ছিল পশ্চিমী মিডিয়ার। সেই তত্ত্ব যে ভুল তা প্রমাণ করেছে রাশিয়া। বিশ্বকাপের হাত ধরে ভাবমূর্তি অনেকটাই ফেরাতে পেরেছে পুতিনের দেশ। প্রেসিডেন্টও অনেক কিছু সামলে নিয়েছেন। বিশ্বকাপ শেষ হলে ফের যে বিক্ষোভ ফিরবে না। তার অবশ্য কোনও গ্যারান্টি নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2018 3:13 PM IST