ইরানকে সমীহ স্পেনের, শেষ ষোলোয় যেতে জিততে মরিয়া ইনিয়েস্তারা
Last Updated:
স্পেন-পর্তুগালের মতো টিম তাদের গ্রুপে। তারপরও ‘বি’ গ্রুপের শীর্ষে ইরান।
#কাজান: স্পেন-পর্তুগালের মতো টিম তাদের গ্রুপে। তারপরও ‘বি’ গ্রুপের শীর্ষে ইরান। শেষ ষোলোয় যেতে ইনিয়েস্তারা এই ম্যাচ থেকে চাইছেন তিন পয়েন্ট।
স্পেনের বিরুদ্ধে তিন গোল দিয়েও জয় অধরা। রোনাল্ডোর জন্য এক পয়েন্টে থামতে হয়। এবার স্প্যানিশ আর্মাডার সামনে ইরান। বুধবার রাতে কাজানে ইরানের বিরুদ্ধে নামছে স্পেন। প্রতিপক্ষকে রীতিমতো সমীহ করছেন ইনিয়েস্তাদের নতুন হেডস্যার ফার্নান্দো হিয়েরো।
বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে কখনও কোনও এশিয়ার দলের কাছে হারেনি স্পেন। পর্তুগাল ম্যাচে দিয়েগো কোস্তার জোড়া গোল ভরসা দিয়েছে। ইনিয়েস্তা, ইস্কোর ফর্ম, র্যামোসের ১১২ পাস স্পেনের প্লাস পয়েন্ট। এগিয়ে গিয়েও লিড কেন ধরে রাখা যাচ্ছে না তা নিয়ে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছেন হিয়েরো।
advertisement
advertisement
মরক্কোর বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় ইরানের শরীরী ভাষা বদলে দিয়েছে। এই মুহূর্তে গ্রুপ বি-র শীর্ষে রয়েছে কার্লোস কুইরোজের দল। বিশ্বকাপে ইউরোপীয় টিমগুলির বিরুদ্ধে ইরানের রেকর্ড বেশ খারাপ। ৬ টি ম্যাচের মধ্যে ৫টিতে হার। স্পেন ম্যাচে সাসপেনশন কাটিয়ে ফিরছেন স্ট্রাইকার সইদ। ইরানের ডিফেন্স অনেক জমাট। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় আটকে দিয়েছিল ইরান। তবে ডিফেন্ডার রউজেভ চেশমি চোটের জন্য খেলতে পারবেন না। মরক্কো ম্যাচে বোঝা গিয়েছে ইরানের গোল করার লোকের অভাব। গ্রুপে এক নম্বর স্থান ধরে রাখতে কোচ কুইরোজের বার্তা, শীর্ষস্থান বিক্রি বা ভাড়া দেওয়ার জায়গা নয়। ধারাবাহিক হতে হবে।
advertisement
তথাকথিত বিশ্ব ফুটবলের দাদাদের রুখে দিয়ে চমকে দিয়েছে মেক্সিকো, সুইৎজারল্যান্ড বা আইসল্যান্ড। ইরান কি পারবে নতুন ইতিহাস তৈরি করতে ? উত্তর জানতে অপেক্ষা আরও কিছু সময়ের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2018 3:27 PM IST