#কায়রো: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স। প্রথম রাউন্ডের কোনও ম্যাচেই জয়ের মুখ দেখতে পারেনি মিশর। গোল পেলেও মহম্মদ সালাহর পারফরম্যান্সেও খুশি হননি ফুটবলপ্রেমীরা। তবে তাতেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি লিভারপুল তারকার।
বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার পর দেশে ফিরে গিয়েছে মিশরের ফুটবলাররা। দেশে ফিরেছেন মো সালাহও। হঠাৎই ফেসবুকে লিক হয়ে যায় সালাহর কায়রোর বাড়ির ঠিকানা। কাতারে কাতারে লোক ভিড় জমাতে থাকেন বাড়ির সামনে। অবরুদ্ধ হয়ে যায় কায়রোর মেন রোড।
খবর যায় সালাহর কানেও। উৎসাহী ফ্যানেদের দেখে বাইরে বেরিয়ে আসেন লিভারপুল তারকা। ফ্যানেদের সঙ্গে ফটো তোলেন তিনি। বিলান দেদার অটোগ্রাফও। আইডলকে সামনে দেখে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না ফ্যানরা। সালাহর ডাউন টু আর্থ আচরণে মুগ্ধ তাঁর ফ্যানরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Egypt, Egyption Footballer, FIFA 2018, Mohamed Salah