মেসির পথেই গেল রোনাল্ডোর পর্তুগাল, বিদায় বিশ্বকাপ

Last Updated:

সুপার স্যাটারডে -তে দুটি ব্লকব্লাস্টার ম্যাচ দুই ‘সুপার’ তারকাকে খালি হাতেই ফেরালো ৷

উরুগুয়ে (২) (কাভানি) - পর্তুগাল (১) (পেপে)
পর্তুগাল (১) (পেপে)
#সোচি : সুপার স্যাটারডে -তে দুটি ব্লকব্লাস্টার ম্যাচ দুই ‘সুপার’ তারকাকে খালি হাতেই ফেরালো ৷ সন্ধ্যাবেলায় ম্যাচ হেরে নিজের বিশ্বকাপ শেষ করেছিলেন মেসি ৷ আর রাতে রোনাল্ডোও-র পরিণতিও ঠিক একই লিখে দিলেন ভাগ্যদেবী ৷ ‘প্যাকআপ!’
রাশিয়ায় উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে হেরে শেষ হয়ে গেল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিশ্বকাপ অভিযান ৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোল পেয়ে থাকা কাভানি একাই সিআর সেভেনদের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন ৷ এদিন দু‘টি গোল করেন তিনি ৷ ম্যাচের ৭ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন কাভানি ৷ নেপথ্য কারিগর সুয়ারেজ ৷
advertisement
advertisement
Photo Courtesy - Reuters Photo Courtesy - Reuters
১২ বছরের মাঠের জুটি ফের একবার লুটলেন ৷ এদিন সুয়ারেজের ভাসানো ক্রস পর্তুগালের জালে জড়িয়ে দেন কাভানি ৷ ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে উরুগুয়ে ৷
৫৫ মিনিটে অবশ্য পেপে -র গোলে সমতা ফেরায় পর্তুগাল ৷ টুর্নামেন্টের শুরুতে জাত চেনানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এদিন নিজের ফর্মের ধারেকাছেও ছিলেন না ৷ তাই অনেকবারে গোলমুখ খোলার সুযোগ তৈরি করেও কনভার্ট করতে পারছিলেন না  তিনি ৷ একমাত্র গুরেরিও কিছুটা ভালো খেলছিলেন ৷ তারই সুবাদে সমতা ফেরাতে পারে পর্তুগাল ৷ তার ভাসানো ক্রস জালে জড়িয়ে দেন পেপে ৷
advertisement
তবে দিনটা যে এদিন কাভানি-র ছিল ৷ বেনতানকুরের বল গোলে পাঠাতে কোনও ভুল করেননি উরুগুয়ের স্ট্রাইকার ৷ ২-১ এগিয়ে যায় উরুগুয়ে ৷ এদিকে এদিন দু‘গোল করার ঠিক পরপরই পায়ের পেশিতে টান ধরায় মাঠ ছেড়ে বেরিয়ে যান কাভানি ৷
কোয়ার্টার ফাইনালের টিকিট অবশ্য এরপরেও সিআর সেভেনরা কেড়ে নিতে পারেননি উরুগুয়ের থেকে ৷ অন্যদিকে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে একটি ফ্রিকিক নিয়ে বাগবিতন্ডায় জড়ান সিআর সেভেন ৷ দেখতে হয় হলুদ কার্ডও ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসির পথেই গেল রোনাল্ডোর পর্তুগাল, বিদায় বিশ্বকাপ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement