#মাদ্রিদ: ইউরো ২০২০ -র প্রস্তুতির আগে ধাক্কা খেল স্পেন৷ টানা তিনবার এই ঘটনা ঘটল৷ ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-র বিশ্বকাপের আগে ফের একবার ইউরো ২০২০-র (Euro 2020) আগেও লা রোজার (La Roja) ভাগ্যে ঘনাল দুর্যোগ৷ তারা করোনা ভাইরাসের (COVID-19) ছায়া নিয়ে ইউরোর ভাগ্যপরীক্ষায়!
অধিনায়ক সার্জেও বাসকুয়েত (Sergio Busquets) করোনা ( coronavirus) পজিটিভ হয়েছেন৷ রবিবারই তাঁর করোনা ভাইরাস পরীক্ষা পজিটিভ এসেছে৷ ফলে আদৌ টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন কিনা তা বড় প্রশ্নের মুখে৷ জুনের ১৪ তারিখ সুইডেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারে ইউরো অভিযান শুরু স্প্যানিশ আর্মাডার৷ তিনি এই মুহূর্তে দলের থেকে দূরে ১০ দিনের আইসোলেশন ক্যাম্পে৷
রবিবার অবশ্য তিনি ছাড়া পুরো স্কোয়াডে আর কেউ পজিটিভ হননি৷ তবে সামনের দিনে দলে আরও পজিটিভ কেস আসার সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট৷ সোমবার দিন দলের কোট লুই এনরিকে (Luis Enrique)সোমবার নিজের অতিরিক্ত ফুটবলারদেরও অনুশীলনে যোগ দিতে ডেকেছেন৷ কারণ যেকোনও মুহূর্তে দলের ফুটবলারদের পরিবর্ত ডাকতে হতে পারে৷ ফেডারেশন আরও জানিয়েছে সামনের সপ্তাহে আরও কিছু ফুটবলারকে ডাকা হবে৷
এদিকে সোমবার যাঁরা দলের সঙ্গে যোগ দিলেন এই মুহূর্তে তাঁরা আগে থেকে অনুশীলনে থাকা বাকি দলের সঙ্গে যোগাযোগ রাখবেন না৷ তবে স্পেনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে জানানো হয়নি যে বাসকুয়েতকে জাতীয় দলের থেকে বাদ দেওয়া হবে কিনা৷ তাঁর সঙ্গে যাঁরা সংস্পর্শে এসেছিলেন তাঁদের সকলকে আইসোলেট করে রাখা হয়েছে৷ অনুশীলনেও অলটারনেটিভ অর্ডারে হচ্ছে, সকলে অনেক ব্যক্তিগতভাবে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছেন৷
মঙ্গলবার লিথুনিয়ার বিরুদ্ধে নির্ধারিত অনুশীলন ম্যাচও খেলবে না স্পেন৷ মাদ্রিদে এই ম্যাচে অনুর্ধ্ব ২১ দলের ফুটবলাররা এই ম্যাচ খেলছেন৷ স্পেন দলকে এই টুর্নামেন্ট খেলার আগে করোনা ভ্যাকসিন দেওয়া হয়নি৷ অন্যদিকে যাঁরা টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) খেলছেন তাঁরা ভ্যাকসিন পেয়েছেন৷
শুক্রবার বাসকুয়েত পর্তুগালের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচেও খেলেছেন৷ সেখানে খেলার ফলাফল হয় ০-০৷ স্পেন গ্রুপ ই সুইডেন-র বিরুদ্ধে খেলবে প্রথম ম্যাচে৷ পোল্যান্ডের বিরুদ্ধে ১৯ জুন, স্লোভাকিয়া -র বিরুদ্ধে ২৩ জুন ম্যাচ খেলবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Euro 2020, EURO 2020 Copa 2021