Euro 2020 শুরুর ঠিক আগেই দুঃসংবাদ, Covid 19 থাবা বসাল স্প্যানিশ আর্মাডায়

Last Updated:

ইউরো ২০২০-র (EURO 2020) মূলপর্বের লড়াইতে কী হবে করোনা আক্রান্ত স্প্যানিশ দলের (Spain Football Team) স্ট্র্যাটেজি৷

#মাদ্রিদ: ইউরো ২০২০ -র প্রস্তুতির আগে ধাক্কা খেল স্পেন৷ টানা তিনবার এই ঘটনা ঘটল৷ ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১৮-র বিশ্বকাপের আগে ফের একবার ইউরো ২০২০-র (Euro 2020) আগেও লা রোজার (La Roja) ভাগ্যে ঘনাল দুর্যোগ৷ তারা করোনা ভাইরাসের (COVID-19) ছায়া নিয়ে ইউরোর ভাগ্যপরীক্ষায়!
অধিনায়ক সার্জেও বাসকুয়েত (Sergio Busquets) করোনা ( coronavirus) পজিটিভ হয়েছেন৷ রবিবারই তাঁর করোনা ভাইরাস পরীক্ষা পজিটিভ এসেছে৷ ফলে আদৌ টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন কিনা তা বড় প্রশ্নের মুখে৷ জুনের ১৪ তারিখ সুইডেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারে ইউরো অভিযান শুরু স্প্যানিশ আর্মাডার৷ তিনি এই মুহূর্তে দলের থেকে দূরে ১০ দিনের আইসোলেশন ক্যাম্পে৷
advertisement
রবিবার অবশ্য তিনি ছাড়া পুরো স্কোয়াডে আর কেউ পজিটিভ হননি৷ তবে সামনের দিনে দলে আরও পজিটিভ কেস আসার সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট৷ সোমবার দিন দলের কোট লুই এনরিকে (Luis Enrique)সোমবার নিজের অতিরিক্ত ফুটবলারদেরও অনুশীলনে যোগ দিতে ডেকেছেন৷ কারণ যেকোনও মুহূর্তে দলের ফুটবলারদের পরিবর্ত ডাকতে হতে পারে৷ ফেডারেশন আরও জানিয়েছে সামনের সপ্তাহে আরও কিছু ফুটবলারকে ডাকা হবে৷
advertisement
advertisement
এদিকে সোমবার যাঁরা দলের সঙ্গে যোগ দিলেন এই মুহূর্তে তাঁরা আগে থেকে অনুশীলনে থাকা বাকি দলের সঙ্গে যোগাযোগ রাখবেন না৷ তবে স্পেনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে জানানো হয়নি যে বাসকুয়েতকে জাতীয় দলের থেকে বাদ দেওয়া হবে কিনা৷ তাঁর সঙ্গে যাঁরা সংস্পর্শে এসেছিলেন তাঁদের সকলকে আইসোলেট করে রাখা হয়েছে৷ অনুশীলনেও অলটারনেটিভ অর্ডারে হচ্ছে, সকলে অনেক ব্যক্তিগতভাবে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছেন৷
advertisement
মঙ্গলবার লিথুনিয়ার বিরুদ্ধে নির্ধারিত অনুশীলন ম্যাচও খেলবে না স্পেন৷ মাদ্রিদে এই ম্যাচে অনুর্ধ্ব ২১ দলের ফুটবলাররা এই ম্যাচ খেলছেন৷ স্পেন দলকে এই টুর্নামেন্ট খেলার আগে করোনা ভ্যাকসিন দেওয়া হয়নি৷ অন্যদিকে যাঁরা টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) খেলছেন তাঁরা ভ্যাকসিন পেয়েছেন৷
শুক্রবার বাসকুয়েত পর্তুগালের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচেও খেলেছেন৷ সেখানে খেলার ফলাফল হয় ০-০৷ স্পেন গ্রুপ ই সুইডেন-র বিরুদ্ধে খেলবে প্রথম ম্যাচে৷ পোল্যান্ডের বিরুদ্ধে ১৯ জুন, স্লোভাকিয়া -র বিরুদ্ধে ২৩ জুন ম্যাচ খেলবে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 শুরুর ঠিক আগেই দুঃসংবাদ, Covid 19 থাবা বসাল স্প্যানিশ আর্মাডায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement