UEFA Champions League: লিসবনে বিধ্বস্ত মেসিরা! ৮-২ গোলে বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বায়ার্ন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মেসির বার্সেলোনাকে ৮–২ গোলে বিধ্বস্ত করেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেল বায়ার্ন মিউনিখ।
বার্সেলোনা: ২ (ডেভিড অ্যালাবা-৭' আত্মঘাতী, লুইস সুয়ারেজ-৫৭')
বায়ার্ন মিউনিখ: ৮ (মুলার- ৪',৩১', পেরিসিচ-২১', সার্জি-২৭', কিমিচ-৬৩', লেওয়ানডস্কি-৮২', কুটিনহো-৮৫',৮৯' )
#লিসবন: অবিশ্বাস্য! ভাবা যায় না...! ম্যাচের স্কোরলাইন দেখলে এই কথাগুলিই যে কোনও মানুষের মুখ থেকে বেরোবে ৷
advertisement
অবিশ্বাস্য ব্যাপারটাই শুক্রবার রাতে ঘটে গেল লিসবনে। লিওনেল মেসির বার্সেলোনাকে ৮–২ গোলে বিধ্বস্ত করেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেল বায়ার্ন মিউনিখ।
advertisement
চেলসিকে নিয়ে ছেলেখেলা করে কোয়ার্টার ফাইনালে মেসির বার্সেলোনার মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ৷ মেসি বনাম রবার্ট লেওয়ানডস্কি দ্বৈরথ নিশ্চিত হতেই বায়ার্নের কিংবদন্তি লোথার ম্যাথাউস জানিয়ে দিয়েছিলেন, লিসবনে শুক্রবার জিতবে তাঁর পুরনো ক্লাবই, পারবে না বার্সা। এদিন তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে ৷
advertisement
ম্যাচ শুরুর আগে বাজির দরে বায়ার্নই এগিয়ে ছিল। কিন্তু তাই বলে বায়ার্ন ক’গোলে জিতবে সেই বাজিতে নিশ্চিত ভাবেই কেউ ৮–২ গোলের কথা ভাবেননি। কী ভাবেই বা ভাববেন, বার্সেলোনা সেই কবে এক ম্যাচে ৮ গোল খেয়েছে তা কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয়। লিসবনে বায়ার্ন ৯০ মিনিটে বার্সাকে ছাড়খার করে দেওয়ার পর পুরনো সেই রেকর্ড ঘাটতে বসতে হল সবাইকে। সেই ১৯৪৬ সালে শেষ বার একটি ম্যাচে ৮ গোল খেয়েছিল বার্সেলোনা। ১৯৪৬ সালে কোপা ডেল রে-তে সেভিয়ার কাছে ৮–০ গোলে হেরেছিল বার্সা।
advertisement
ম্যাচের ৪ মিনিটেই মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ ৷ এরপর ৭ মিনিটে আত্মঘাতী গোলে বার্সেলোনা সমতায় ফেরে ৷ বার্সা সমর্থকদের গোলের উৎসব ওই পর্যন্তই ৷ কারণ এরপর মুলার, পেরিসিচ, সার্জি, কিমিচ, লেওয়ানডস্কি, কুটিনহো- প্রত্যেকে একে একে গোল করে দলের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন ৷ এই ম্যাচ অনেকটা ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭ গোল হজম করার দিনটাকেই মনে করাল ৷ ফের জার্মান গোল মেশিনের কাছে খড়কুটোর মতো উড়ে গেল বিপক্ষ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2020 8:03 AM IST