AFC Asian Cup 2019: 'সবাই UAE-কে সাপোর্ট করবি', খাঁচার মধ্যে ভারতীয় দর্শকরা কাঁপছেন! ভিডিও ভাইরাল
Last Updated:
গত বৃহস্পতিবার ইউএই-র বিরুদ্ধে ম্যাচটি হাড্ডাহাড্ডি হয়েছে৷ বিশ্বমানের খেলা দেখিয়েছে ভারতীয় দল৷ ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই ম্যাচের আগে জন্তুকে যেভাবে খাঁচায় বন্দি রাখা হয়, সে ভাবেই ভারতীয় দর্শকদের বন্দি রাখা হয়েছে৷
#আবু ধাবি: সংযুক্ত আরব আমিরশাহীকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতের ফুটবল দল৷ আবু ধাবিতে এএফসি কাপ-এর সেই হাইপ্রোফাইল ম্যাচে দুর্দান্ত লড়াই করে ২-০ গোলে হেরেছে ভারত৷ কিন্তু ম্যাচের আগে ভারতের ফুটবলভক্তদের খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল? হ্যাঁ, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ভারতীয় দর্শককে খাঁচায় বন্দি করে রেখেছে এক ব্যক্তি৷
شاهد: إماراتي يحبس هنود في أقفاص لإجبارهم على تشجيع منتخب بلاده !https://t.co/fI2GHzDylJ pic.twitter.com/PvpxUnJx6m
— مزمز فيديو (@mzmzvideo) January 10, 2019
advertisement
গত বৃহস্পতিবার ইউএই-র বিরুদ্ধে ম্যাচটি হাড্ডাহাড্ডি হয়েছে৷ বিশ্বমানের খেলা দেখিয়েছে ভারতীয় দল৷ ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই ম্যাচের আগে জন্তুকে যেভাবে খাঁচায় বন্দি রাখা হয়, সে ভাবেই ভারতীয় দর্শকদের বন্দি রাখা হয়েছে৷
advertisement
খালিজ টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, এক ব্যক্তি হাতে লাঠি নিয়ে ওই দর্শকদের খাঁচার মধ্যে জিগ্গেস করছে, তোমরা কাকে সমর্থন করবে, ভারত না ইউএই? খাঁচার মধ্যে থেকে ভারতীয় দর্শকরা বলছেন, ভারতকে সমর্থন করবেন তাঁরা৷ ব্যক্তিটি রেগে গিয়ে বলল, এটা ঠিক নয়৷ ইউএই-তে থাকলে এই দেশকেই সমর্থন করতে হবে মাঠে৷ তারপর যখন সকলে মিলে বললেন, তাঁরা ইউএই-কে সমর্থন করবেন, তখন খাঁচার দরজা খুলে দেওয়া হল৷
advertisement
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়েছে অনেকে৷ কিন্তু ওই ব্যক্তির কথায়, 'ওরা গত ২২ বছর ধরে আমার কাছে কাজ করছে৷ আমার লোক৷ আমি স্রেফ মজা করছিলাম৷'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2019 1:54 PM IST