#দোহা: ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আজ, বৃহস্পতিবার এশিয়ার অন্যতম সেরা দল কাতারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ভারত ৷ ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে এই ম্যাচ ৷ দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ ফের একটা কঠিন পরীক্ষার সামনে সুনীলরা ৷ গত বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ড্র করে চমকে দিয়েছিল ভারত ৷ একের পর এক গোল আটকে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু ৷ দোহার মাঠে আজ ফের একবার চমক দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া ৷
ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানান, ‘‘ ম্যাচে প্রথম থেকেই আমাদের চাপ সামলাতে হবে। আমরা জানি, আমরা কী পারি। সেটাই করার চেষ্টা করে যাব। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।”
The #BlueTigers 🐯 share their views on being at a full 💯% for the upcoming 3️⃣ matches 🙌#INDQAT ⚔️ #WCQ 🏆 #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/FrZ29ljsWD
— Indian Football Team (@IndianFootball) June 2, 2021
কাতারের মতো শক্তিশালী দলকে বারবার আটকে দেওয়া যে মোটেই সহজ কাজ নয়, তা বিলক্ষণ জানেন ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ ৷ আজকের ম্যাচ থেকে খুব বেশি কিছু আশাও করছেন না তিনি ৷ স্তিমাচ জানান, প্রথম ম্যাচে কাতারকে আটকে দেওয়াটা দারুণ ব্যাপার ছিল ৷ সেই ম্যাচের স্মৃতি মনে করিয়ে ছেলেদের উজ্জীবিত করার চেষ্টা করছি।
ভারতীয় সময় বৃহস্পতিবার ৩ জুন রাত ১০:৩০ মিনিটে ম্যাচ শুরু হবে ৷ লাইভ সম্প্রচার স্টার স্পোর্টসে ৷
India squad:
Goalkeepers: Gurpreet Singh Sandhu, Amrinder Singh, Dheeraj Singh.
Defenders: Pritam Kotal, Rahul Bheke, Narender Gehlot, Chinglensana Singh, Sandesh Jhingan, Adil Khan, Akash Mishra, Subhashish Bose.
Midfielders: Udanta Singh, Brandon Fernandes, Liston Colaco, Rowllin Borges, Glan Martins, Anirudh Thapa, Pronoy Halder, Suresh Singh, Apuia, Abdul Sahal, Yasir Mohammad, Lallianzuala Chhangte, Bipin Singh, Ashique Kuruniyan.
Forwards: Manvir Singh, Sunil Chhetri, Ishan Pandita.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।