ক্লাবের ইতিহাসে প্রথমবার, মহমেডানে বাতিল ইফতার ! দেওয়া হচ্ছে না 'শান-এ-মহমেডান'

Last Updated:

এই প্রথম রমজানে ইফতার পার্টি হচ্ছে না মহমেডান স্পোর্টিং ক্লাবে।

#কলকাতা: ক্লাবের ১২৭ বছরের ইতিহাসে এই দিন কখনও এসেছে কী না সন্দেহ! এই প্রথম রমজানে ইফতার পার্টি হচ্ছে না মহমেডান স্পোর্টিং ক্লাবে। রমজান মাস শুরু হলেই শুরু হয় সদস্য, সমর্থকদের প্রতীক্ষা। রমজান মাসের শেষ সপ্তাহে ক্লাব মাঠে বসে ইফতারের জমকালো আসর। সদস্য, সমর্থক, ক্লাবকর্তাদের সঙ্গে হাজির থাকেন আমন্ত্রিতরাও। কখনও সে তালিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও বা মেয়র থেকে ডাকসাইটে মন্ত্রী। কখনও বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত আইকনরা। ক্লাব সদস্য, সমর্থকদের জন্য রেড রোড লাগোয়া সাদা-কালো তাবু সেদিন অবারিত দ্বার।
মেহেফিল, খানাপিনায় রঙ্গিন এক টুকরো ময়দান। ক্লাবের অতিথি, সমাজের গণ্যমান‍্যদের সঙ্গে একসঙ্গে বসে পংক্তি ভোজন সারেন সাদা-কালো জনতা। সুস্বাদু হালিম, মশালাদার কোরমা, চটপটা বেবি নান, নমকিন সরবত। কী থাকে না মহমেডানের ইফতার পার্টিতে!
করোনা আতঙ্কের ডামাডোলে, লকডাউনের জেরে এবার সবেতেই বাতিলের বেড়াজাল। মহমেডান স্পোটিং ক্লাব বাতিল করেছে তাদের অন্যতম বার্ষিক অনুষ্ঠান ইফতার পার্টি। মহমেডান সচিব মহম্মদ কামরুদ্দিন বলছিলেন, "ক্লাবের সুদীর্ঘ ইতিহাসে এমনটা প্রথম বার। সদস্য, সমর্থকদের জন্য খারাপ লাগছে। সারা দিনের রোজার পর দেখা-সাক্ষাৎ, একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, এবার তো কিছুই হবে না।"
advertisement
advertisement
শুধু ইফতার পার্টি নয় মোহনবাগান ইস্টবেঙ্গলের মত করে ওইদিন 'শান-এ-মহমেডান' (মহমেডান রত্ন) সম্মান তুলে দেওয়া হত ক্লাবের কৃতি প্রাক্তনদের হাতে। মহম্মদ হাবিব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাব্বির আলি, মানস ভট্টাচার্য। মহমেডানের জার্সিতে মাঠে ফুল ফোটানো ফুটবলারদের অতি আদরের 'শান-এ-মহমেডান' তুলে দেওয়ার রেওয়াজেও এবার বিরতি। ইফতার পার্টি বাতিল হওয়ার সাথেই ছেদ পড়েছে 'শান-এ-মহমেডানে'।জার্সির রং সাদা-কালো হলে কী হবে! বছরের এই দিনটাকে কেন্দ্র করে রঙিন হয়ে উঠত মহমেডান ক্লাব। গমগম করত গোটা ময়দান। রেড রোড লাগোয়া ক্লাব তাঁবু হয়ে উঠত ময়দানের মিলনতীর্থ। এবার যে কিছুই হবে না। করোনা কেড়ে নিয়েছে সবটা। ময়দান আজ সত্যিই বড় ফ্যাকাশে, বেরঙা। প্রকৃত অর্থেই সাদা-কালো।
advertisement
PARADIP GHOSH 
বাংলা খবর/ খবর/খেলা/
ক্লাবের ইতিহাসে প্রথমবার, মহমেডানে বাতিল ইফতার ! দেওয়া হচ্ছে না 'শান-এ-মহমেডান'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement