১০ জনের বেঙ্গালুরুকেও হারাতে ব্যর্থ মোহনবাগান , সুপার ফাইনাল অধরাই সবুজ-মেরুনের

Last Updated:

এগিয়ে থেকেও হার। তাও আবার ১০ জনের বেঙ্গালুরুর বিরুদ্ধে।

#ভুবনেশ্বর: এগিয়ে থেকেও হার। তাও আবার ১০ জনের বেঙ্গালুরুর বিরুদ্ধে। সুপার ফাইনাল অধরাই রইল সবুজ-মেরুনের। ডিকার গোলে এগিয়ে গিয়েও শেষ ৪৫ মিনিটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাগান ডিফেন্স।
প্রথমার্ধের ঝাঁঝ উধাও দ্বিতীয়ার্ধের বাগানে। মাঝমাঠে ওয়াটসন, নিখিলদের মধ্যে দলমার হাতি গলে যাওয়ার দুরত্ব। আর এখান থেকেই ঘুরে দাঁড়াল আইএসএল রানার্সরা। দশজনে বরাবরই ভাল খেলার সুনাম রয়েছে বেঙ্গালুরুর। মঙ্গলের কলিঙ্গও ব্যতিক্রম হল না। মিকুর হ্যাটট্রিকের পাশে এদিন দুরন্ত গোল করেন সুনীল ছেত্রী। অতিরিক্ত সময়ে ব্যবধান কমান ডিকা। স্কোরলাইন শেষপর্যন্ত বেঙ্গালুরু ৪ মোহনবাগান ২।
advertisement
advertisement
এদিকে ফাইনালে ওঠার পর ভুবনেশ্বরের গরম থেকে বাঁচতে মঙ্গলবার সকালটা সুইমিং পুলেই কাটালেন আমনা, কাটসুমিরা। ডুডুর চোটের অবস্থাও তুলনায় ভাল। শুক্রবার সুপার ফাইনালে ডুডুকে রেখেই দল সাজাচ্ছেন কোচ খালিদ। ডুডুর ক্ষোভ কমাতে মঙ্গলবার নাইজিরিয় স্ট্রাইকারের সঙ্গে আলাদা করে কথা বলেন খালিদ জামিল।
advertisement
ভুবনেশ্বরের রাস্তায় ? না কি ইস্টবেঙ্গলের টিম হোটেলে ? গরম বেশি কোথায় ? সেন্টিগ্রেড, ফারেনহাইটের মাপকাঠি ছাড়িয়েছে সুভাষ-খালিদ সম্পর্ক। গোয়া ম্যাচের ডাগ-আউটে ঝামেলার সূত্রপাত। ডুডুকে তুলে নেওয়ার জন্য সুভাষের জোরাজুরি খালিদ উড়িয়ে দিলে মেজাজ হারান লাল-হলুদ টিডি। ডাগ-আউটে বসেই খালিদকে গালিগালাজও করেন।
গোলকিপার কোচ সিদ্দিকিকে খালিদের চামচে বলে টিপ্পনি কাটেন। কোচের পাশাপাশি ডাগ আউট থেকে ফুটবলারদের অন্যরকম নির্দেশ দিতে থাকেন সুভাষ। ড্রেসিংরুমে ফিরে কাটসুমি-আমনা এই নিয়ে সোচ্চার হন সুভাষের বিরুদ্ধে। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল টিডি সাংবাদিকদের সামনে খালিদের নামে কটাক্ষ করতেও ছাড়েননি। আর তাতেই ধৈর্যের বাঁধ ভেঙেছে মিঞার। কলকাতা ফিরে ক্লাবকর্তাদের কাছে একক দায়িত্ব চান খালিদ। সুভাষের ব্যবহারে কাটসুমি, আমনারাও এবার খালিদের দিকে ঝুঁকেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১০ জনের বেঙ্গালুরুকেও হারাতে ব্যর্থ মোহনবাগান , সুপার ফাইনাল অধরাই সবুজ-মেরুনের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement