চিলিতে ভেঙে পড়ল ফুটবল স্টেডিয়ামের ছাদ, ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Chile Football Stadium Accident: ভেঙে পড়ল স্টেডিয়ামের আস্ত ছাদ!!
#নয়াদিল্লি: মাঝে কয়েক ঘণ্টার ব্য়বধান। তার মধ্য়ে বিশ্বের দুই প্রান্তে ফুটবল মাঠে জোড়া দুর্ঘটনা। ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের সংঘর্ষে ১২৭ জনের মৃত্য়ু ও ১৮০ জনেরও বেশি আহতের খবর নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে।
সেই রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনা ঘটল চিলিতে। ভেঙে পড়ল ফুটবল স্টেডিয়ামের ছাদের একাংশ। ঘটনায় আহত বেশ কয়েক জন।
সামনে ডার্বি উপলক্ষে অনুশীলন করছিল চিলির ক্লাব কোলো কোলো। চিরপ্রতীদ্বন্দ্বী ইউনিভার্সিদাদ কাতোলিকার বিরুদ্ধে নামার আগে জোর কদমে অনুশীলন চলছিল ক্লাবটির।
advertisement
ডার্বির আগে প্রিয় দলের অনুশীলন দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অগুনতি দর্শক। এমনিতেও গুরুত্বপূর্ণ কোনও ম্য়াচের আগে দর্শক ঠাসা স্টেডিয়ামে অনুশীলন করার রীতি রয়েছে চিলির এই ক্লাবের।
advertisement
কোলো কোলো ক্লাবের অনুশীলন চলাকালীন দর্শকরা প্রিয় ক্লাবকে সমর্থনের পাশাপাশি উল্লাসে মেতেছিলেন। কিন্তু তাদের জন্য় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। অনুশীলন চলাকলীন হঠাৎই ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদের একাংশ। ঘটনার আকস্মিকতায় হুড়োহুড়ি পড়ে যায় স্টেডিয়ামে। যার ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
আরও পড়ুন: নিজেকে নিংড়ে নিচ্ছেন বিরাট কোহলি! সামনে বড় চ্যালেঞ্জ, প্রস্তুতি তুঙ্গে
দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় অনুশীলন দেখার পাশাপাশি উৎসবে মেতেছিলেন কোলো কোলো ক্লাবের সমর্থকরা। আতসবাজির রোশনাইও চলছিল মাঠে। দেখে বোঝার উপায় নেই যে অনুশীলন না কোনও ম্য়াচ চলছি।
advertisement
সেই সময় ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদের একটি দিক। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন সমর্থকরা। কয়েক জনকে পড়ে যেতেও দেখা যায়।
El sobrino de una compañera de pega, fue al arengazo de colo colo y se sacó la ctmre. pic.twitter.com/35qda0OECV
— Magenta(@magenta_RH) September 30, 2022
advertisement
p style="text-align: justify;">দুর্ঘটনার খবর পেয়েই প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়। ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও অনেকেই আহত ও অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, স্টেডিয়ামের একটি দিকে অত্য়াধিক মাত্রায় দর্শকের উপস্থিতি ও লাফালাফি করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2022 10:36 AM IST