জার্সি নম্বর ২৬, নাম পেদ্রি ।নজর রাখুন স্পেনের বিস্ময় বালকের ওপর

Last Updated:

জার্সি নম্বর ২৬। রোগা চেহারা, উচ্চতা খুব বেশি নয়। ইউরোপের মত কঠিন শারীরিক ফুটবলের ধকল কী করে সে নেবে দেখে প্রশ্ন উঠতেই পারে ?

ইউরো ২০২০ তে স্পেনের দল তারুণ্যে পূর্ণ। ফেরান তোরেস, পাউ তোরেস, এরিক গার্সিয়া, পেদ্রি এদের সবারই বয়স ১৮ থেকে ২৪ এর মধ্যে। তবে এদের মধ্যে কনিষ্ঠতম, বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি সবার নজর কেড়ে নিচ্ছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অসাধারণ প্রদর্শন দেখা গিয়েছে এই তরুণ। পাশে বুস্কেটস এবং কোকেকে নিয়ে মাঝমাঠ দাপিয়ে বেড়াচ্ছে এবং এক একটি অভূতপূর্ব গোলের সুযোগ তৈরি করতে সফল হয়েছে।
advertisement
স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা পেদ্রির ভবিষ্যত নিয়ে ভীষণ ভাবে আশাবাদী। সুইসদের হারানোর পর তাকে নিয়ে মুখ খুললেন মোরাতা, ''পেদ্রি আমায় হতবাক করেছে। বছরটা তার নিরাশজনক ছিল, কিন্তু এখন তাকে দেখছি তার সবকিছু দিয়ে জাতীয় দলের হয়ে লড়ছে। আর আপনি যখন পেদ্রিকে দেখবেন আপনার তাকে একজন ৪০ বছর বয়সী বলে মনে হবে।'' মোরাতা বলেছেন যে এই গুন সবার থাকে না, বহুদিন পরিশ্রমের পর তা অর্জন করা যায়।  মাঠে পেদ্রির প্রাপ্তবয়স্ক মনোভাব তার সবথেকে বড় শক্তি।
advertisement
advertisement
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে অসাধারণ প্রদর্শন সত্ত্বেও বার্সেলোনার প্রথম দলের হয়ে সেপ্টেম্বর ২০২০ এর আগে নামেনি। প্রথমে ক্লাব বোর্ড ভাবছিল তাকে ছোটো কোনো ক্লাবে বিক্রি করে দেবে অথবা বার্সেলোনা বি তে পাঠিয়ে দেবে। কিন্ত স্বাভাবিকভাবেই এই প্রতিভা তার কয়েকটা শুরুর ম্যাচেই কোচ কোম্যানকে খুশি করে এবং ফলস্বরূপ লা লিগায় ৩৭ টি ম্যাচে তাকে মাঠে নামায় ক্লাব এবং মার্চ মাসে জাতীয় দিলেও তার ডেবিউ হয়ে যায়। এখন আশা করা যায় স্পেনকে ইউরোপ সেরা করার লড়াইয়ে পেদ্রি সফল হবে। ইতালির শক্তিশালী মাঝমাঠের বিপক্ষে এই তরুণ কতটা সফল হয় বোঝা যাবে আজ রাতে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জার্সি নম্বর ২৬, নাম পেদ্রি ।নজর রাখুন স্পেনের বিস্ময় বালকের ওপর
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement