Euro 2020: কয়েক ঘণ্টা বাকি টুর্নামেন্ট শুরু হতে, করোনার হানা স্প্যানিশ ক্যাপ্টেনের শরীরে

Last Updated:

আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই শুরু হবে ইউরোপ সেরার লড়াই। কিন্তু তার আগেই খারাপ খবর।

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার লিথুয়ানিয়ার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা স্পেনের। তার আগে দলের অধিনায়কের শরীরে করোনা হানা। ফলে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আর তাই লিথুয়ানিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-২১ দল নামানোর পরিকল্পনা করেছে স্পেন। যাতে করোনা সংক্রমনের কোনওরকম ঝুঁকি না থাকে! স্পেন শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, পিসিআর টেস্টে সার্জিও বুস্কেটসের রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। দলের সঙ্গে থাকা মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রেখেছে। এমনকী উয়েফা কর্তৃপক্ষও বুস্কেটস-এর জন্য নিজেদের মতো ব্যবস্থা করেছে। গত কয়েকদিনে যাঁরা বুস্কেটস-এর কাছাকাছি গিয়েছিলেন, তাঁদের প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে।
advertisement
স্পেনের অন্যতম অভিজ্ঞ ফুটবলার বুস্কেটস। গত এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। মনে করা হচ্ছে, ইউরোতে প্রথম থেকেই সব ম্যাচে খেলতে পারবেন বুস্কেটস। তবে এখনই এই নিয়ে পাকাপাকি কিছু বলা হয়তো ঠিক হবে না। কারণ তাঁর এখনো আরেকটি রিপোর্ট আসা বাকি রয়েছে। স্পেনের তরফে যাবতীয় সাবধানতা অবলম্বন করা হচ্ছে, যাতে ইউরো কাপ খেলতে এসে কোনও ফুটবলার নতুন করে করোনা সংক্রমনের শিকার না হয়। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করার ব্যাপারে উয়েফা কর্তৃপক্ষ সবরকম ব্যবস্থা নিচ্ছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: কয়েক ঘণ্টা বাকি টুর্নামেন্ট শুরু হতে, করোনার হানা স্প্যানিশ ক্যাপ্টেনের শরীরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement