ISL 2020-21: প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সবুজ-মেরুন, আইএসএলে কঠিন শুরু ইস্টবেঙ্গলের

Last Updated:

২০ নভেম্বর শুরু হচ্ছে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ।

#কলকাতা: ঢাকে কাঠি পড়ে গেল। ঘোষিত হয়ে গেল ক্রীড়া সূচিও।  ২০ নভেম্বর শুরু হচ্ছে সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ। কলকাতার দুই প্রধান এবারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগ খেলবে। তাই আইএসএল নিয়ে উৎসাহ, উন্মাদনাও এবার চরমে। ২০ নভেম্বর টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামছে সবুজ-মেরুন। প্রথম দিন এটিকে-মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। সন্ধ্যে সাড়ে সাতটায় ম‍্যাচ শুরু হবে গোয়ার বাম্বোলিনে।
অন্যদিকে কলকাতা ডার্বির গন্ধ গায়ে মেখেই আইএসএল অভিযান শুরু করছে লাল-হলুদ। ২৭ নভেম্বর গোয়ার তিলক ময়দানে এসসি-ইস্টবেঙ্গল মুখোমুখি এটিকে-মোহনবাগানের। ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল, মোহনবাগান আমনে-সামনে হওয়া মানেই সমর্থকদের আবেগের বিস্ফোরণ। নিউ নর্মালে এবার সেই কলকাতা ডার্বি হতে চলেছে গোয়ার দর্শকশূন্য তিলক ময়দানে। স্টেডিয়াম দর্শক না থাকলে কী হবে! এই ম্যাচই যে আইএসএল-র প্রাণ ভোমরা সেটা ঠারে ঠারে বুঝছে আয়োজক এফএসডিএল। টুর্নামেন্টের শুরুতেই তাই দুই হেভিওয়েটকে লড়িয়ে দিয়ে শুরু থেকেই আইএসএল-র উন্মাদনা চরমে নিয়ে যেতে মরিয়া উদ্যোক্তারা।
advertisement
শুক্রবার টুর্নামেন্টের একাদশ রাউন্ড পর্যন্ত সূচি ঘোষণা করা হয়। এসসি-ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পয়লা ডিসেম্বর। প্রতিপক্ষ মুম্বাই এফসি। অন্যদিকে এটিকে-মোহনবাগান তাদের তৃতীয় ম্যাচে নামবে ওড়িশা এফসি বিরুদ্ধে ৩ ডিসেম্বর। লাল-হলুদের পরবর্তী প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড ৫ ডিসেম্বর। ৭ ডিসেম্বর এটিকে-মোহনবাগানের খেলা জামশেদপুর এফসির বিরুদ্ধে।
advertisement
একাদশ রাউন্ডে মোহনবাগান শেষ ম্যাচ খেলবে ১১ জানুয়ারি মুম্বই এফসি-র বিরুদ্ধে। ঘোষিত ক্রীড়াসূচিতে লাল-হলুদ তাদের শেষ ম্যাচ খেলতে নামবে ৯ জানুয়ারি বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে।
advertisement
PARADIP GHOSH 
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2020-21: প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সবুজ-মেরুন, আইএসএলে কঠিন শুরু ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement