ব্রাইটের অপেক্ষায় লাল-হলুদ, নাইজেরিয়ান স্ট্রাইকারের মাঠে নামতে প্রথম পর্ব শেষ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চার ম্যাচে এক পয়েন্ট। সাতের আইএসএলে পয়েন্ট টেবিলের তলানিতে লাল-হলুদ।
#কলকাতা : চার ম্যাচে এক পয়েন্ট। সাতের আইএসএলে পয়েন্ট টেবিলের তলানিতে লাল-হলুদ। তবুও শেষমেশ পয়েন্টের খাতা তো খোলা গিয়েছে! রবি ফাওলারের দলে স্বস্তির জায়গা এখন এটাই।
দশ জনের দল নিয়ে শক্তিশালী জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র করে ফেরা গিয়েছে, এটাই ঢের। আপাতত নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবখারের গোয়া পৌঁছানোর অপেক্ষায় গোটা লাল-হলুদ শিবির। ২২ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার গোয়া পৌঁছলেই তো হবে না! জৈব সুরক্ষা বলয়ে নিভৃত বাস কাটিয়ে মাঠে নামতে নামতে বছর শেষের ডিসেম্বর শেষ। এরপর জানুয়ারিতে সেকেন্ড উইন্ডো খুললে ব্রাইটকে সই করানোর পরিকল্পনা এফসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টের। কিন্তু এতো সব করতে করতেই তো সাতের আইএসএলের প্রথম পর্ব শেষ। তাহলে উপায়?
advertisement

advertisement
জেনুইন বক্স স্ট্রাইকারের অভাবে ধুঁকছে লাল-হলুদ। মাঘোমা কিংবা পিলকিংটন দের দিয়ে বাজিমাতের স্বপ্ন শেষ কোচ ফাওলারের। ভারতীয় স্ট্রাইকার জেজে কিংবা বলবন্তদের খেলায় সেই গনগনে ভাবটাও উধাও। সাতের আইএসএলে চার ম্যাচ খেলে খেলার পরেও স্কোর শিটে কারও নাম নেই।
আসলে ভারতীয় ফুটবলে পা রাখার আগে আইএসএলের মানটা ঠিক মত মেপে উঠতে পারেননি রবি ফাওলার। নিজের ফুটবল জীবনে লিভারপুলের মতো ক্লাবে কিংবদন্তির সম্মান পেয়েছিলেন। কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গলের আবির্ভাব পর্বে ফুটবলার রিক্রুটমেন্টে বড় ভুল করে ফেলেছেন ব্রিটিশ কোচ।
advertisement
PARADIP GHOSH
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2020 12:32 PM IST