SAFF Championship 2021: India vs Maldives: সুনীল ছেত্রীর জোড়া গোলে ফাইনালে ভারত

Last Updated:

SAFF Championship 2021: ভারত বনাম মলদ্বীপ (India vs Maldives) ম্যাচে ৩-১ গোলে জয় ভারতীয় ফুটবল দলের৷

 SAFF Championship 2021: India vs Maldives: Sunil Chhetri scores twice against Maldives and India reaches final- Photo Courtesy- India Football Team/ Twitter
SAFF Championship 2021: India vs Maldives: Sunil Chhetri scores twice against Maldives and India reaches final- Photo Courtesy- India Football Team/ Twitter
#নয়াদিল্লি:  ভারত বনাম  মলদ্বীপ (India vs Maldives)  ম্যাচে ৩-১ গোলে জয় ভারতীয় ফুটবল দলের৷ এই জয়ের সুবাদেই স্বাভাবিকভাবেই  সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2021) ফাইনালে পৌঁছলো তারা৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)৷ ফাইনাল শনিবার৷ সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2021) ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল৷ এর আগের সাক্ষাতে যাদের বিরুদ্ধে জিতেছে ব্লু টাইগাররা৷
এদিনে ম্যাচে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত৷ শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল ভারত৷  ম্যাচের ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মনবীর৷ এরপর অবশ্য ৪৩ মিনিটে পেনাল্টি পায় মলদ্বীপ (India vs Maldives) ৷ বক্সে ফাউল করেন প্রীতম কোটাল আর তাতেই পেনাল্টি , কোনও ভুল করেনি আলি আশফাক গোল করে সমতা ফেরান৷ প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে৷
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধে নেমেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্লু টাইগার৷ তিনি দ্বিতীয়ার্ধে ৬২ ও ৭১ মিনিটে ২ টি গোল করেন৷ আপুইয়ার বক্সে ডেলিভারি মনবীর কোনও ভুল করেননি, তারপর গোল করে দেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)৷
advertisement
এদিকে ৭১ মিনিটে প্রীতম কোটালের ফ্রিকিক বিপক্ষের জালে জড়িয়ে স্কোরলাইন ৩-১ করে দেন সুনীল ছেত্রী৷ ৩- ১ পিছিয়ে যাওয়ার পর মলদ্বীপ আর ম্যাচে ফিরতে পারেননি৷ দিন কয়েক আগেই পেলে- রেকর্ড তারপরেই আবার দলকে ফাইনালে পৌঁছে দেওয়ায় দুটি গোল, সুনীল ছেত্রী (Sunil Chhetri) ধারাবাহিকতা অটুট রেখেছেন৷
advertisement
মলদ্বীপের মালেতে ন্যাশানাল ফুটবল স্টেডিয়ামে খেলা ম্যাচে ফাইনালের টিকিট পেল ভারতীয় ফুটবল দল৷
এদিকে ম্যাচের ৮১ মিনিটে মাঠের বাইরেও হয় বড় নাটক৷ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাককে মাঠের বাইরে যেতে হয়৷ এদিন তাঁকে ডবল হলুদ কার্ড দেখান রেফারি৷ ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে ফের উত্তেজনা ছড়ায়৷ ফাউল করার কারণে কার্ড দেখে মাঠ ছাড়তে হয় শুভাশিস বসুকে৷
advertisement
এদিকে এই দুই কার্ডের কারণের ফল পোয়াতে হবে ভারতীয় ফুটবল দলকে৷ ফাইনালে সাইডবেঞ্চে থাকবেন না কোচ স্টিমাক৷ অন্যদিকে ডিফেন্সে পাওয়া যাবে না শুভাশিসকেও৷
বাংলা খবর/ খবর/খেলা/
SAFF Championship 2021: India vs Maldives: সুনীল ছেত্রীর জোড়া গোলে ফাইনালে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement