#কাজান: রাশিয়ার কাজানে না থেকেও যেন আছেন মেসি, সালাহরা। হয়তো স্বশরীরে নন। তবে শিল্পীর হাতের ছোঁয়ায় ঠিক যেন জীবন্তই।
বছর দশেক পর মেসিকে খুঁজতে স্মৃতির কফি হাউজে যেতেই পারেন ভক্তরা। কিন্তু আজকের মেসি অনেক বেশি জীবন্ত শিল্পীর কাছে। স্মৃতির নুড়ি পাথরে বেঁধে রাখা লিওনেল মেসিকে। রাশিয়ার কাজানের দুই শিল্পীর হাতে লিও এখন একটুকরো গল্প। যে গল্পে স্মৃতির চাইতে বাস্তবতা অনেক বেশি।
তবে শুধু মেসি নন। বাদ যাননি লিভারপুল সেনসেশন সালাহও। ব্যস্ত সূচিতে হয়তো কাজান যেতে পারবেন না মেসি-সালাহরা। নাই বা পারলেন। তাতে উৎসাহে ভাঁটা পড়েনি শিল্পীদের। ভিড় জমানো ফুটবলপ্রেমীদের জন্য কাজানের রাস্তায় ২টি ছবিই প্রদর্শন করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kazan, Lionel Messi, Mohamed Salah, Mosaics, Russia World Cup, Russian Artist