মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের

Last Updated:

মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের

পর্তুগাল (১) (কুয়েরশমা ) - ইরান (১) (আনসারিফ্রাদ)
#মরডভিয়া অ্যারেনা : নাটকে ভরা ম্যাচে একাধিক VAR নির্ধারিত সিদ্ধান্তে প্রভাবিত পর্তুগাল বনাম ইরান ম্যাচ ৷ ১-১ গোলে ম্যাচ ড্র করে পর্তুগাল শেষ ১৬-র টিকিট পেলেও ম্যাচে তারা রীতিমতো চাপে পড়ে গিয়েছিল একটা সময় ৷
গ্রুপ বি-তে যেহেতু তিনটি দলই শেষ ষোলর টিকিটের জন্য লড়ছিল , তাই সেটা বেশ জোরালো হল শেষ ম্যাচে ৷ ৪৫ মিনিটে দুর্দান্ত স্টানারে ইরানের জালে বল জড়িয়ে দেন পর্তুগালের রিকার্ডো কুয়ারেশমা ৷ ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে তারা ৷
advertisement
advertisement
তবে নাটক তখনও শুরু হয়নি ৷ ৫৩ মিনিটে  VAR-র হস্তক্ষেপে পেনাল্টি পায় পর্তুগাল ৷ তবে এই পেনাল্টি কনভার্ট করতে ব্যর্থ সিআর সেভেন ৷ এদিন তিনি নিরাশ করলেন ফ্যানদের ৷
তবে এদিন লালকার্ডও দেখতে পারতেন মিসড পেনাল্টি-র মালিক রোনাল্ডো ৷ ইরানি ডিফেন্ডার মোর্তাজাকে মুখে আঘাত করার জন্য ৷ কিন্তু সেখানে আবার তিনি  VAR-র হস্তক্ষেপে ছাড় পেয়ে যান ৷ কিন্তু সেড্রিক সোরেসের হ্যান্ডবলের খেসারত দিতে হয় পর্তুগালকে ৷ পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ইরানের আনসারিফ্রাদ ৷
advertisement
তবে কষ্টার্জিত ড্র থেকেই পর্তুগাল ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলর টিকিট পেয়ে গেল ৷ প্রি-কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ গ্রুপ থেকে ১ নম্বর হয়ে ওঠা দল উরুগুয়ে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement