রিয়ালের অনন্য নজির, ব্রাত্য বেল-এর জোড়া গোলে লিভারপুল বধ, দেখুন ভিডিও
Last Updated:
দুর্দান্ত রিয়াল মাদ্রিদ ৷ কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল জিনেদাইন জিদানের ছেলেরা ৷
#কিয়েভ: দুর্দান্ত রিয়াল মাদ্রিদ ৷ কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল জিনেদাইন জিদানের ছেলেরা ৷
বিশ্বকাপের ঠিক আগে দুই দলের দুই তারকার দিকে নজর ছিল সবার ৷ একজন লিভারপুলের মিশরীয় তারকা মহম্মদ সালহা অন্যজন অবশ্যম্ভাবী ভাবে রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিন্তু কিয়েভের রাত অন্যকিছু ঠিক করে রেখেছিল ৷
advertisement
advertisement
এদিন নাটকে ভরা ম্যাচে রিয়াল মাদ্রিদ কোচ রোনাল্ডো ও বেঞ্জিমাকে সামনে রেখে আক্রমণ সাজিয়েছিলেন ৷ শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে স্প্যানিশ জায়ন্টরা ৷ লিভারপুলও দারুণভাবেই মাঠে দাপট দেখাচ্ছিল ৷ কিন্তু রেডসের ছন্দপতন হয় যখন র্যামোসের ট্যাকেলে মহম্মদ সালহা চোট নিয়ে মাঠ ছাড়েন ৷ তাঁর চোট নিয়ে নিশ্চিতভাবেই চিন্তায় থাকবে মিশরও ৷ বিশ্বকাপের আগে তাদের তারকার চোট নিঃসন্দেহে চিন্তার ৷
advertisement
প্রথমার্ধে আক্রমণ-প্রতিআক্রমণ হলেও কোনও পক্ষই গোলমুখ খুলতে পারেনি ৷ তবে দ্বিতীয়ার্ধে লিভারপুল গোলরক্ষক কারিয়ুস সঠিক ভাবে বল ক্লিয়ার না করে প্রথম গোলমুখ খুলে দেওয়ার রাস্তা সহজ করে দেন ৷ ফিরতি বলে গোল করে যেতে কোনও ভুল করেননি করিম বেঞ্জিমা ৷ দলকে এগিয়ে দেন ফরাসি তারকা ৷
advertisement
এদিকে এর মিনিট দু‘য়েকের মধ্যেই সমতা ফেরায় লিভারপুল ৷ গোল করেন মানে ৷ ৬৩ মিনিটে খেলার মাস্টার মুভ করেন রিয়াল মাদ্রিদ কোচ গ্যারেথ বেল ৷ ইসকোকে তুলে নিয়ে তাঁকে নামান জিদান ৷ নামার ১২২ সেকেন্ডের মধ্যে দারুণ গোল করেন তিনি ৷ মার্সেলোর ক্রস দারুণ ভলিতে লিভারপুলের জালে জড়িয়ে দেন তিনি ৷
advertisement
এদিন ইয়ুর্গেন ক্লপ রোনাল্ডোকে আটকে দিয়েছিলেন ফলে তাঁকে বাদ দিয়েই এদিন মুভ করতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে ৷ ২-১ এগিয়ে থাকা রিয়ালকে আরও একটু স্বস্তি দিয়ে দেন গ্যারেথ বেলই ৷ ৮৩ মিনিটে ফের মার্সেলোর পাস থেকে লিভারপুল গোল বল জড়িয়ে দেন বেলই ৷ আবারও ব্যর্থতার দায় লিভারপুল গোলরক্ষক কারিয়ুস ৷
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল ৷ অন্যদিকে বায়ার্ন মিউনিখের পর ১৯৭৪-৭৬ সালে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ৷ আবার সেই নজির গড়লেন তাঁরা ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2018 11:13 AM IST