রিয়ালের অনন্য নজির, ব্রাত্য বেল-এর জোড়া গোলে লিভারপুল বধ, দেখুন ভিডিও

Last Updated:

দুর্দান্ত রিয়াল মাদ্রিদ ৷ কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল জিনেদাইন জিদানের ছেলেরা ৷

#কিয়েভ:  দুর্দান্ত রিয়াল মাদ্রিদ ৷ কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল জিনেদাইন জিদানের ছেলেরা ৷
বিশ্বকাপের ঠিক আগে দুই দলের দুই তারকার দিকে নজর ছিল সবার ৷ একজন লিভারপুলের মিশরীয় তারকা মহম্মদ সালহা  অন্যজন অবশ্যম্ভাবী ভাবে রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিন্তু কিয়েভের রাত অন্যকিছু ঠিক করে রেখেছিল ৷
Photo Courtesy ; Opta Jose / Twitter Handle Photo Courtesy ; Opta Jose / Twitter Handle
advertisement
advertisement
এদিন নাটকে ভরা ম্যাচে রিয়াল মাদ্রিদ কোচ রোনাল্ডো ও বেঞ্জিমাকে সামনে রেখে আক্রমণ সাজিয়েছিলেন ৷ শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করে স্প্যানিশ জায়ন্টরা ৷ লিভারপুলও দারুণভাবেই মাঠে দাপট দেখাচ্ছিল ৷ কিন্তু রেডসের ছন্দপতন হয় যখন র‍্যামোসের ট্যাকেলে মহম্মদ সালহা চোট নিয়ে মাঠ ছাড়েন ৷ তাঁর চোট নিয়ে নিশ্চিতভাবেই চিন্তায় থাকবে মিশরও ৷ বিশ্বকাপের আগে তাদের তারকার চোট নিঃসন্দেহে চিন্তার ৷
advertisement
Photo Courtesy ;  Real Madrid Twitter Photo Courtesy ; Real Madrid Twitter
প্রথমার্ধে আক্রমণ-প্রতিআক্রমণ হলেও কোনও পক্ষই গোলমুখ খুলতে পারেনি ৷ তবে দ্বিতীয়ার্ধে লিভারপুল গোলরক্ষক কারিয়ুস সঠিক ভাবে বল ক্লিয়ার না করে প্রথম গোলমুখ খুলে দেওয়ার রাস্তা সহজ করে দেন ৷ ফিরতি বলে গোল করে যেতে কোনও ভুল করেননি  করিম বেঞ্জিমা ৷ দলকে এগিয়ে দেন ফরাসি তারকা ৷
advertisement
Photo Courtesy ;  Real Madrid Twitter Photo Courtesy ; Real Madrid Twitter
এদিকে এর মিনিট দু‘য়েকের মধ্যেই সমতা ফেরায় লিভারপুল ৷ গোল করেন মানে ৷ ৬৩ মিনিটে খেলার মাস্টার মুভ করেন রিয়াল মাদ্রিদ কোচ গ্যারেথ বেল ৷ ইসকোকে তুলে নিয়ে তাঁকে নামান জিদান ৷ নামার ১২২ সেকেন্ডের মধ্যে দারুণ গোল করেন তিনি ৷ মার্সেলোর ক্রস দারুণ ভলিতে লিভারপুলের জালে জড়িয়ে দেন তিনি ৷
advertisement
এদিন ইয়ুর্গেন ক্লপ রোনাল্ডোকে আটকে দিয়েছিলেন ফলে তাঁকে বাদ দিয়েই এদিন মুভ করতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে ৷ ২-১ এগিয়ে থাকা রিয়ালকে আরও একটু স্বস্তি দিয়ে দেন গ্যারেথ বেলই ৷ ৮৩ মিনিটে ফের মার্সেলোর পাস থেকে লিভারপুল গোল বল জড়িয়ে দেন বেলই ৷ আবারও ব্যর্থতার দায় লিভারপুল গোলরক্ষক কারিয়ুস ৷
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল ৷ অন্যদিকে বায়ার্ন মিউনিখের পর ১৯৭৪-৭৬ সালে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ৷ আবার সেই নজির গড়লেন তাঁরা ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
রিয়ালের অনন্য নজির, ব্রাত্য বেল-এর জোড়া গোলে লিভারপুল বধ, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement