সুখবর, ইস্টবেঙ্গলে খেলতে আসছেন মজিদের দেশের ওমিদ

Last Updated:
#কলকাতা : সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল বাদশার কলকাতায় পা রাখার সময় থেকেই। যেমন কথা, তেমন কাজ। মজিদ বাসকরের পর লাল-হলুদে আরও একজন ইরানিয়ান ফুটবলার। মজিদের দেশ থেকে ইস্টবেঙ্গল খেলতে আসছেন ওমিদ সিং। ২৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের জন্ম ইরানের বেবাহান শহরে। ৫ ফুট ৯ ইঞ্চির মিডফিল্ডারের স্কিমিংয়ের পাশাপাশি ডিফেন্সিভ কোয়ালিটিও  দারুন। ভারতে খেলতে আসার ইচ্ছা ছিল বরাবর। পার্সিয়ান গালফ প্রো লিগের মাসজেদ সোলেমান ক্লাব থেকে ইস্টবেঙ্গলের খেলার জন্য আসছেন ওমিদ।
লাল-হলুদের সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করে উচ্ছ্বসিত মজিদের দেশের ওমিদ। ইরানে তরুণ উইঙ্গারের সঙ্গে যোগাযোগ করা হলে বলছিলেন,"ভারতে ফুটবলের জনপ্রিয়তা দেখে অনেকদিন ধরেই খেলার ইচ্ছে ছিল। ইস্টবেঙ্গল ক্লাবে খেলা তো রীতিমত স্বপ্ন। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার যোগাযোগ করার পর তাই আর দ্বিতীয়বার ভাবিনি।" ভারতের মতো করেই ইরানেও করোনার প্রকোপ আটকাতে লকডাউন চলছে। ইরানের খুজেস্তান প্রদেশের বেবাহান শহরে ঘরবন্দী রয়েছেন ওমিদ। কিন্তু নিজের ফিটনেস বজায় রাখতে নিয়মিতভাবে ফিজিক্যাল ট্রেনিংয়র মধ্যে রয়েছেন।মজিদ বাসকর-কে চেনেন? প্রশ্নের আগেই যেন উত্তর তৈরি। বলছিলেন,"মজিদ ভাইয়ের কথা অনেক শুনেছি। উনি খুরামশারে থাকেন। আমি থাকি বেবাহানে।
advertisement
ইরানে এখন লক-ডাউন পরিস্থিতি চলছে। কলকাতা আসার আগে একবার মজিদ ভাইয়ের সঙ্গে দেখা করার ইচ্ছে আছে।" ২৯  বছর বয়স হলে কী হবে! আদতে লেফট উইঙ্গার ওমিদ ইতিমধ্যেই নাসাজি, পারস্ জোনেইবির মত ক্লাবের জার্সি গায়ে চড়িয়ে ফেলেছেন। ২০১৩ থেকে পেশাদার ক্লাব ফুটবলে রয়েছেন। ভারতের খেলার ইচ্ছায় ওমিদ এই দেশের একাধিক ক্লাবের পাশাপাশি আইএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই সূত্রেই ওমিদের খেলার ভিডিও পৌঁছয় জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের হাতে। ইগর তাকে ভারতে খেলার পরামর্শ দেন। ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়ার পর তাই আর দ্বিতীয়বার ভাবেন নি ওমিদ। সই করে দেন দু'বছরের চুক্তিপত্রে।
advertisement
advertisement
PARADIP GHOSH
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সুখবর, ইস্টবেঙ্গলে খেলতে আসছেন মজিদের দেশের ওমিদ
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement