শারীরিক অবস্থার আরও অবনতি, ভেন্টিলেশনেই রয়েছেন পিকে বন্দ্যোপাধ্যায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গত ৭ ফেব্রুয়ারি থেকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷
#কলকাতা: মাঝে কিছুটা উন্নতি হলেও ফের শারীরিক অবস্থার অবনতি কিংবদন্তী ভারতীয় ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের ৷ গত ৭ ফেব্রুয়ারি থেকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ।
গত এক মাস ধরেই বুকের সংক্রমণে ভুগছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। তাঁর হার্টের সমস্যা এং ডিমেনশিয়াও রয়েছে ৷ এর জন্য হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে পিকে-কে ৷ চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেছেন ৷ এবং আগামী ৩-৪ দিন পিকে-র শারীরিক অবস্থার কতটা উন্নতি বা অবনতি হয়, সেদিকেই লক্ষ্য রাখছেন চিকিৎসকরা ৷ ফুসফুসের অবস্থা কিছুটা উন্নতি না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছেন না ডাক্তাররা ৷ হৃদপিণ্ডে অতিরিক্ত সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজ, শুক্রবার বিকেল থেকেই ৷
advertisement
১৯৬২ সালে এশিয়ান গেমসের সোনার পদকজয়ী দলের সদস্য পিকে-র চিকিৎসা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। ১৯৬০ রোম অলিম্পিকের ভারতীয় দলের অধিনায়ক ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়। সেবার ফ্রান্সের বিরুদ্ধে তাঁরই গোলে ১-১ ড্র করে ভারত। তারও আগে ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকেও খেলেন পিকে। সেবার তাঁর জন্যই ভারত কোয়ার্টার ফাইনালে ৪-২ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। ২০০৪ সালে তাঁকে অর্ডার অফ মেরিট প্রদান করে ফিফা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2020 10:15 PM IST