১৯-র ডার্বির আগে বাগানে স্বস্তি, ফাওলারকে ঘিরে অস্বস্তিতে লাল-হলুদ

Last Updated:

শুক্রবার বড় রিলিজে, আইএসএলের ফিরতি ডার্বি৷

#কলকাতা : ছয় গোলের টানটান থ্রিলার। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মুম্বই সিটির ৪-২ গোলের হারে সাতের আইএসএলে পয়েন্ট টেবিলের মগডালে অ্যান্তোনিও লোপেজ হাবাসের এটিকে-মোহনবাগান। ১৭ ম্যাচে কলকাতার দলের সংগ্রহ ৩৬ পয়েন্ট। সুনীলদের বিরুদ্ধে হারের পর সমসংখ্যক ম্যাচে মুম্বই সিটি আটকে রইল ৩৪ পয়েন্টে। ২৮ ফেব্রুয়ারি লিগ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানাধিকারী দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোন দল এফসি চাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে চলেছে, সেটাও হয়তো ফেব্রুয়ারির শেষের এটিকে-মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচে চূড়ান্ত হয়ে যাবে।
সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ হাবাস বরাবর বলে এসেছেন, শুধু প্লে-অফ নয়, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাউন্ড-রবিন লিগ শেষ করা তাদের দলের প্রথম লক্ষ্য। লিক পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করা মানেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার দরজা খুলে যাওয়া। এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ টুর্নামেন্টের প্রথম দিন থেকেই পাখির চোখ করেছিলেন এফসি চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র। মুম্বই সিটিকে টপকে পয়েন্ট টেবিলের মগডালে উঠে পড়ে তাই ঊনিশের ডার্বির আগে স্বস্তির আবহ সবুজ-মেরুনে।
advertisement
ওড়িশা এফসি থেকে মার্সেলিনো ও এফসি গোয়া থেকে লেনি রডরিগুয়েজকে লিয়েনে সই করানোর পর শক্তি বেড়েছে এটিকে মোহনবাগানের।। আপফ্রন্টে রয় কৃষ্ণর পাশে সাপোর্টিং প্লে-তে চমৎকার মানিয়ে নিয়েছেন ব্রাজিলীয় মার্সেলিনো। গোয়ানিজ লেনির স্ন‍্যাচিং ও স্কিমিংয়ে কার্যকারিতা বেড়েছে হাবাসের দলের মাঝমাঠে। এটিকে মোহনবাগানের শেষ কয়েকটি ম্যাচের ফলাফল ও পরিসংখ্যান সেটাই জানান দেয়।
advertisement
advertisement
সামনেই ঐতিহ্যের ডার্বি। উনিশে ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। আইএসএলের প্রথম ডার্বিতে সহজ জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। ফেব্রুয়ারি শেষের বড় ম‍্যাচে ইস্টবেঙ্গলও যছ ছেড়ে কথা বলবে না, সেটা বলাই বাহুল্য। শেষ চারে পৌঁছানোর আশা শেষ ব্রাইট এনোবাখারে, মাঘোমা, স্টেনম‍্যানদের। লাল-হলুদের শতবর্ষে ঐতিহ্যের ডার্বি জিতে সম্মানজনক অবস্থায় শেষ করার মরিয়া চেষ্টা চালাবে এসসি ইস্টবেঙ্গল।
advertisement
এর মধ্যে আবার কোচ রবি ফাউলারকে নিয়ে নতুন করে অস্বস্তি বেড়েছে লাল-হলুদে। বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করায় নির্বাসনের কবলে কোচ ফাওলার। এবার আবার গ্যালারি থেকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে লিভারপুল কিংবদন্তির বিরুদ্ধে। ফলে নির্বাসিত অবস্থায় আবারও শো-কজের মুখে পড়তে পারেন ব্রাইট, পিলকিংটনদের চিফ কোচ। সব মিলিয়ে ঊনিশের ডার্বির আগে যখন সবুজ-মেরুনে স্বস্তির আবহ, অন্য দিকে লাল-হলুদে অস্বস্তির চোরকাঁটা।
advertisement
PARADIP GHOSH
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১৯-র ডার্বির আগে বাগানে স্বস্তি, ফাওলারকে ঘিরে অস্বস্তিতে লাল-হলুদ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement