মুক্তি পেল রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল সঙ ‘Live it up‘, পারবে কি শাকিরাকে টেক্কা দিতে
Last Updated:
এবারের বিশ্বকাপের অফিসিয়াল সঙ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ বাকি আর ২০ দিন ৷
#মস্কো: এবারের বিশ্বকাপের অফিসিয়াল সঙ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ বাকি আর ২০ দিন ৷ শাকিরার ‘ওয়াকা ওয়াকা’-র সুরের মূর্ছনা আজও কানে বাজে ৷ পিটবুলে-র ওলে ওলা-ও দারুণ জনপ্রিয় হয়েছিল ৷ এবার তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে বাজারে হাজির ‘Live it up‘৷
এবারের গানটিতে দেখা যাবে ইন্ডিপেন্ডন্স ডে, এমআইবি- খ্যাত উইল স্মিথকে ৷ গানটি গেয়েছেন নিকি জ্যাম ৷ এছাড়াও সুর মিলিয়েছেন উইল স্মিথ ও ইরা ইসতারেফি ৷
advertisement
এখনও অবধি গানটির ভিডিও রিলিজ না হলেো অডিও ট্র্যাক ওয়েব মিডিয়ায় রিলিজ করেছে বিশ্বকাপের আয়োজক অর্থাৎ ফিফা ৷ ভিডিওটি মুক্তি পাবে ৭ জুন ৷ সাম্যের কথা বলা হয়েছে এই গানে ৷ অন্যদিকে একেবারে তরুণ প্রজন্মকে মাতিয়ে দিতে ইলেকট্রিক জ্যঁরা-র গান ৷ শুনে দেখুন রাশিয়ার গ্যালারি মাতাতে পারবে কিনা লিভ ইট আপ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2018 7:14 PM IST