মুসার জোড়া গোলে নাইজেরিয়ার পাশাপাশি শেষ ষোলোর আশা জিইয়ে থাকল মেসিদেরও

Last Updated:

নাইজেরিয়া : ২ ( মুসা-৪৯’, ৭৫’), আইসল্যান্ড : ০

নাইজেরিয়া : ২ ( মুসা-৪৯’, ৭৫’),  আইসল্যান্ড :  ০
#ভলগোগ্রাদ: আহমেদ মুসা ৷ নিঃসন্দেহে এই নামটাই এখন গোটা বিশ্বের আর্জেন্টিনীয় সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয় নাম ৷ শুক্রবার পর্যন্ত যাঁরা নাইজেরিয়ার এই ফুটবলারকে চিনতেন না, মুসাকে তাঁদের চিনতে আর কোনওরকম সমস্যা হওয়ার কথা নয় ৷ কারণ তাঁর জোড়া গোলেই এদিন শুধু নিজের দেশ নাইজেরিয়া নয়, বিশ্বকাপে শেষ ষোলোয় যাওয়ার আশা জিইয়ে থাকল আর্জেন্টিনারও ৷
advertisement
DgT8B01W4AE9Ds9
advertisement
শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আফ্রিকান সিংহদের ৷ পাশাপাশি এই ম্যাচের দিকে খানিকটা হলেও তাকিয়ে ছিলেন মেসিরা ৷ কারণ আইসল্যান্ডের জয় মানেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াটা একপ্রকার নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার ৷ নাইজেরিয়া জেতায় এখনও প্রি কোয়ার্টারে যাওয়ার আশা জিইয়ে থাকল জর্জ সাম্পাওলির দলের ৷ এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন মুসা ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে সুযোগ পাননি তিনি ৷ এদিন অবশ্য সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন এই নাইজেরিয় স্ট্রাইকার ৷ ম্যাচের ৪৯ এবং ৭৫ মিনিটে দুটি গোল করেন মুসা ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
মুসার জোড়া গোলে নাইজেরিয়ার পাশাপাশি শেষ ষোলোর আশা জিইয়ে থাকল মেসিদেরও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement