বিখ্যাত ফুটবলারের মা প্রেম করছেন সন্তানের থেকে ছ’বছরের ছোট ছেলের সঙ্গে!
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
দীর্ঘদিন ধরে রামোসের ইচ্ছা ছিল নেইমারের সঙ্গে দেখা করার। তিনি নাকি নেইমারের অন্ধভক্ত।
#সাও পাওলো: ছেলের বয়স ২৮। মায়ের বয়স ৫২। আর মা প্রেম করছেন ছেলের থেকে ছ’বছরের ছোট এক পুরুষের সঙ্গে। এই মা ছেলের পরিচয় জানলে চমকে যাবেন। আর কেউ নন, ছেলের নাম নেইমার। ব্রাজিলের বিখ্যাত ফুটবলার। আর এই কারণেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই ফুটবলার। নেইমারের মায়ের নাম নাদিন। আর তিনিই ২২ বছরের ভিডিও গেমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছে। আর ব্রাজিলের সংবাদমাধ্যম সেই সংবাদে উত্তাল। ইনস্টাগ্রামে নাদিম শেয়ার করেছেন তাঁর প্রেমিক থিয়েগো রামোসের ছবি।
advertisement
advertisement
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ের এই সম্পর্কে কোনও আপত্তি নেই নেইমারের। বরং ২০১৬ সালে নেইমারের বাবার সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি চাইছিলেন মায়ের যেন একটা নতুন সম্পর্ক তৈরি হয়। তাই মায়ের সম্পর্কে খুশি এই তারকা ফুটবলারও।
View this post on InstagramA legenda está ao lado Sonhar, nunca desistir !!! Te amo cara, você é fantástico @neymarjr
advertisement
দীর্ঘদিন ধরে রামোসের ইচ্ছা ছিল নেইমারের সঙ্গে দেখা করার। তিনি নাকি নেইমারের অন্ধভক্ত। সেই স্বপ্ন যে এভাবে সত্যি হবে, তা রামোস ভাবেননি। গত জানুয়ারি মাসে তিনি নেইমারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। তারপর নেইমারের জন্মদিনেও আরেকটি পোস্ট করেন তিনি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2020 3:48 PM IST

