বিখ্যাত ফুটবলারের মা প্রেম করছেন সন্তানের থেকে ছ’‌বছরের ছোট ছেলের সঙ্গে!‌

Last Updated:

দীর্ঘদিন ধরে রামোসের ইচ্ছা ছিল নেইমারের সঙ্গে দেখা করার। তিনি নাকি নেইমারের অন্ধভক্ত।

#‌সাও পাওলো:‌ ছেলের বয়স ২৮। মায়ের বয়স ৫২। আর মা প্রেম করছেন ছেলের থেকে ছ’‌বছরের ছোট এক পুরুষের সঙ্গে। এই মা ছেলের পরিচয় জানলে চমকে যাবেন। আর কেউ নন, ছেলের নাম নেইমার। ব্রাজিলের বিখ্যাত ফুটবলার। আর এই কারণেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই ফুটবলার। নেইমারের মায়ের নাম নাদিন। আর তিনিই ২২ বছরের ভিডিও গেমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছে। আর ব্রাজিলের সংবাদমাধ্যম সেই সংবাদে উত্তাল। ইনস্টাগ্রামে নাদিম শেয়ার করেছেন তাঁর প্রেমিক থিয়েগো রামোসের ছবি।
View this post on Instagram

Inexplicável

A post shared by Tiago Ramos 🇧🇷🇪🇸🇺🇸🇵🇹🇫🇷🇲🇦 (@tiagoramoss) on

advertisement
advertisement
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ের এই সম্পর্কে কোনও আপত্তি নেই নেইমারের। বরং ২০১৬ সালে নেইমারের বাবার সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি চাইছিলেন মায়ের যেন একটা নতুন সম্পর্ক তৈরি হয়। তাই মায়ের সম্পর্কে খুশি এই তারকা ফুটবলারও।
advertisement
দীর্ঘদিন ধরে রামোসের ইচ্ছা ছিল নেইমারের সঙ্গে দেখা করার। তিনি নাকি নেইমারের অন্ধভক্ত। সেই স্বপ্ন যে এভাবে সত্যি হবে, তা রামোস ভাবেননি। গত জানুয়ারি মাসে তিনি নেইমারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। তারপর নেইমারের জন্মদিনেও আরেকটি পোস্ট করেন তিনি
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিখ্যাত ফুটবলারের মা প্রেম করছেন সন্তানের থেকে ছ’‌বছরের ছোট ছেলের সঙ্গে!‌
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement