নেইমারকে অনুশাসনে বাঁধুন তিতে, বিশ্বকাপ জিততে ব্রাজিলিয় ফান্ডা
Last Updated:
সাত গোলের ধাক্কা খাওয়া একটি দলের তিনি মনোবল ফিরিয়েছেন।
#সেন্ট পিটার্সবার্গ :সাত গোলের ধাক্কা খাওয়া একটি দলের তিনি মনোবল ফিরিয়েছেন। ব্রাজিল কেন ফেভারিট তা প্রস্তুতি ও যোগ্যতা অর্জনপর্বের ম্যাচেই বুঝিয়েছেন তিতে। তবে আসল টুর্নামেন্টে এসে প্রথম ম্যাচে ব্রাজিল কেমন যেন সাদামাটা। গোল করে লিড ধরে রাখতে না পারার পুরনো রোগ ধরা পড়েছে। কোস্টারিকা ম্যাচে ছন্দর খোঁজে অনুশীলনে কড়া নজর নেইমারদের হেডস্যারের।
নেইমারকে প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের ডিফেন্ডাররা ফাউল করেছেন তা নজিরবিহীণ বলা হচ্ছে ৷ গত ২০ বছরের কোনও ফুটবল ম্যাচে কোনও একজন ফুটবলারকে এত পরিমাণ ট্যাকেল করা হয়নি ৷ রস্তোভ অ্যারেনার মিক্সড জোন থেকে সকলে যখন চিন্তা করছিলেন নেইমারকে নিয়ে ৷ তখন তাঁর চোট নিয়ে নিশ্চিত করেছিলেন কোচ তিতে ৷ কিন্তু নেইমারকে নিয়ন্ত্রণ না করলে কিন্তু তিতে –র ব্রাজিলের বিশ্বকাপের স্বপ্ন পূরণ দুরাশা হয়েই থেকে যাবে ৷
advertisement
advertisement
তারকা ফুটবলারের ফিটনেস ঠিক রাখতে তাঁকে আরও বেশি শৃঙ্খলাপরায়ণ করার দিকে জোর দিতে হবে ব্রাজিল কোচ তিতেকে ৷
এদিকে কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামার আগে বাকি বিষয়গুলিতেও নজর দিচ্ছেন ব্রাজিল কোচ ৷ প্র্যাকটিসে অসংখ্য ক্রস উড়ে যাচ্ছে বক্সে। হেড করতে একে একে উঠছেন নেইমার, কুটিনহো, জেসুসরা। ডিফেন্ডারদের ভুল-ত্রুটি শোধরানো হচ্ছে। কেলর নাভাসদের বিরুদ্ধে ছেলেদের এমন মেজাজে চান তিতে।
advertisement
কোচ তিতে বলেছেন ,‘‘ আমরা কিছু ভালো-পরিষ্কার সুযোগ পেয়েছিলাম, তবে আমাদের আরও অনেক বেশি নিখুঁত হওয়া উচিত ছিল ৷ কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলার উষ্মা থেকে উৎকন্ঠা থেকেই এই ভুল হয়েছে ৷ কোচ হিসেবে আমিও উদ্বেগে ছিলাম ৷ ’’
advertisement
এদিকে কোস্টারিকা ম্যাচে ৪-৪-২ ছকে দল নামাতে পারেন। সামনে নেইমার ও জেসুস। তাদের পিছনে থাকবেন কুটিনহো, উইলিয়ান, কাসিমেরো, পাওলিনহো। ডিফেন্স সামলাবেন ডানিলো, থিয়োগো সিলভা, মার্সেলো ও মিরান্ডা। গোলে আলিসন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2018 4:17 PM IST