নেইমার থাকছেন পিএসজি-তেই, সঙ্গে পাবেন কি মেসিকে!

Last Updated:

২০২৫ অবধি তিনি সেখানে খেলবেন৷ ৩৩ বছর বয়স অবধি তাঁর এই জার্সিতে খেলার কথা৷

Neymar Jr will be playing with Barcelona jersey till 2025- Photo Courtesy-  PSG/Twitter
Neymar Jr will be playing with Barcelona jersey till 2025- Photo Courtesy- PSG/Twitter
#নয়াদিল্লি: বার্সেলোনা (Barcelona) ফ্যানদের আশায় জল৷ এ মরশুম তো নয়ই ২০২৫ অবধি পিএসজি-র (PSG) জার্সিতেই খেলবেন নেইমার (Neymar) ৷ এ মরশুমের ট্রান্সফার উইন্ডোর সময় জোর গুঞ্জন ছিল এবার হয়ত নিজের পুরনো দলে ফিরতে পারেন তিনি৷ ফরাসি লিগের এক নম্বর দলের সঙ্গে নিজের চুক্তি বাড়াতে আগ্রহী হয়েছেন৷ আর তারই ফলশ্রুতি হল ব্রাজিলীয় (Brazil) তারকা ক্যাটালন জায়েন্টে ফেরত না গিয়ে প্যারিস সেন্ট জার্মেইনেই খেলবেন৷
ন্যু ক্যাম্পে নেইমারের যাওয়া নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কথা চলছিল৷ কিন্তু নেইমার ফরাসি দলেই তাঁর ভবিষ্যত সিল করে নিলেন৷ ২৯ বছরের নেইমার যে ডিল সাইন করেছেন তাতে ২০২৫ অবধি তিনি সেখানে খেলবেন৷ ৩৩ বছর বয়স অবধি তাঁর এই জার্সিতে খেলার কথা৷
advertisement
advertisement
পিএসজি তে থাকা নেইমার যা বলেছেন, ‘‘ আমি  প্যারিস সেন্ট জার্মেইনে (Paris Saint-Germain)-র সঙ্গে নিজের সম্পর্ক জারি রাখতে পেরে খুব খুশি৷ আমি প্যারিসে ভালো আছি৷ এই দলের সঙ্গী হতে পেরে খুশি৷ আমাদের কোচ দারুণ৷ এই ক্লাবের ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে৷ এটা থেকেই আমি বিশ্বাস করি আমাদের জন্য আরও বড় প্রজেক্ট রয়েছে৷ আমি এখন একজন ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠতে সাহায্য করেছে৷ আমি তাই এখানে চুক্তি বাড়াতে পেরে খুশি, আশা করি আরও অনেক ট্রফি জিততে পারব৷ ’’
advertisement
এদিকে পিএসজি নাকি জোরকদমে লিওনেল মেসিকে (Lionel Messi) সই করানোর চেষ্টা করছে৷ কারণ এ মরশুমে তিনি ফ্রি প্লেয়ার হচ্ছেন ৷ তবে বার্সা আশাবাদী তারা তাদের অধিনায়ককে ধরে রাখতে পারবে৷
নেইমারকে পাওয়ার জন্য এ মরশুমে বার্সা দারুণ চেষ্টা করেছিল৷ তাদের নিজেদের অ্যাটাকিং ফোর্সের নিয়মিত মেমফিস ডিপে, সার্জেই অ্যাগুয়েরো, আর্লিং হ্যালান্ডের সঙ্গে৷
বাংলা খবর/ খবর/খেলা/
নেইমার থাকছেন পিএসজি-তেই, সঙ্গে পাবেন কি মেসিকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement