নেইমার থাকছেন পিএসজি-তেই, সঙ্গে পাবেন কি মেসিকে!

Last Updated:

২০২৫ অবধি তিনি সেখানে খেলবেন৷ ৩৩ বছর বয়স অবধি তাঁর এই জার্সিতে খেলার কথা৷

Neymar Jr will be playing with Barcelona jersey till 2025- Photo Courtesy-  PSG/Twitter
Neymar Jr will be playing with Barcelona jersey till 2025- Photo Courtesy- PSG/Twitter
#নয়াদিল্লি: বার্সেলোনা (Barcelona) ফ্যানদের আশায় জল৷ এ মরশুম তো নয়ই ২০২৫ অবধি পিএসজি-র (PSG) জার্সিতেই খেলবেন নেইমার (Neymar) ৷ এ মরশুমের ট্রান্সফার উইন্ডোর সময় জোর গুঞ্জন ছিল এবার হয়ত নিজের পুরনো দলে ফিরতে পারেন তিনি৷ ফরাসি লিগের এক নম্বর দলের সঙ্গে নিজের চুক্তি বাড়াতে আগ্রহী হয়েছেন৷ আর তারই ফলশ্রুতি হল ব্রাজিলীয় (Brazil) তারকা ক্যাটালন জায়েন্টে ফেরত না গিয়ে প্যারিস সেন্ট জার্মেইনেই খেলবেন৷
ন্যু ক্যাম্পে নেইমারের যাওয়া নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কথা চলছিল৷ কিন্তু নেইমার ফরাসি দলেই তাঁর ভবিষ্যত সিল করে নিলেন৷ ২৯ বছরের নেইমার যে ডিল সাইন করেছেন তাতে ২০২৫ অবধি তিনি সেখানে খেলবেন৷ ৩৩ বছর বয়স অবধি তাঁর এই জার্সিতে খেলার কথা৷
advertisement
advertisement
পিএসজি তে থাকা নেইমার যা বলেছেন, ‘‘ আমি  প্যারিস সেন্ট জার্মেইনে (Paris Saint-Germain)-র সঙ্গে নিজের সম্পর্ক জারি রাখতে পেরে খুব খুশি৷ আমি প্যারিসে ভালো আছি৷ এই দলের সঙ্গী হতে পেরে খুশি৷ আমাদের কোচ দারুণ৷ এই ক্লাবের ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে৷ এটা থেকেই আমি বিশ্বাস করি আমাদের জন্য আরও বড় প্রজেক্ট রয়েছে৷ আমি এখন একজন ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠতে সাহায্য করেছে৷ আমি তাই এখানে চুক্তি বাড়াতে পেরে খুশি, আশা করি আরও অনেক ট্রফি জিততে পারব৷ ’’
advertisement
এদিকে পিএসজি নাকি জোরকদমে লিওনেল মেসিকে (Lionel Messi) সই করানোর চেষ্টা করছে৷ কারণ এ মরশুমে তিনি ফ্রি প্লেয়ার হচ্ছেন ৷ তবে বার্সা আশাবাদী তারা তাদের অধিনায়ককে ধরে রাখতে পারবে৷
নেইমারকে পাওয়ার জন্য এ মরশুমে বার্সা দারুণ চেষ্টা করেছিল৷ তাদের নিজেদের অ্যাটাকিং ফোর্সের নিয়মিত মেমফিস ডিপে, সার্জেই অ্যাগুয়েরো, আর্লিং হ্যালান্ডের সঙ্গে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নেইমার থাকছেন পিএসজি-তেই, সঙ্গে পাবেন কি মেসিকে!
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement