#মস্কো: বিশ্বকাপ মানেই চমক। হেয়ারস্টাইল থেকে বুটের স্টাড। নতুনের প্যাকেজে সুপারস্টাররা। রাশিয়া পৌঁছেই বিশ্ব ফুটবলের নজরে নেইমার৷
আরও পড়ুন ট্যাটুতে চিনে নিন প্রিয় ফুটবলারকে
পাহাড়-সাগর-জঙ্গল ঘেরা সোচির সৌন্দর্য নজর কাড়বে যে কোনও মানুষেরই। প্রেসিডেন্ট পুতিনের অন্যতম পছন্দের এই শহরেই বিশ্বকাপে ঘাঁটি গেঁড়েছেন সেলেকাওরা। তবে মস্কোয় পা রাখতেই সবার চোখ নেইমারের দিকে। বলা ভাল, নেইমারের ব্যাগের দিকে। সোনার জল করা নেইমারের ব্যাগপ্যাকের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪ হাজার টাকা। বিশ্বকাপে মিস করবেন পরিবারকে। তাই নেইমারের ব্যাগে খোদাই করা মা-বাবা-বোন-ছেলের মুখ।
আরও পড়ুন কলকাতার চা বিক্রেতা –র আর্জেন্টিনা প্রেম, নীল-সাদায় রাঙিয়ে নিলেন বাড়ি
নিজের ক্যারিশ্মায় মাত্র ছাব্বিশেই সেলেকাওয়ের নিউক্লিয়াস নেইমার। তাঁর কাঁধে এবার বড় দায়িত্ব। দামি ফুটবলার, তাই কাঁধেও দামি ব্যাগ। এখন মাঠে ঝলক দেখানোর অপেক্ষায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, FIFA 2018, FIFA WC 2018, Russia World Cup, World Cup 2018