মেসি নয়, এবার রোনাল্ডোর সঙ্গে দোস্তি জমাতে চললেন নেইমার, জোর জল্পনা

Last Updated:

রিয়াল মাদ্রিদ বলছে রোনাল্ডোর পাশে খেলতে পারেন নেইমার , আবার ম্যানচেস্টার ইউনাইটেড সূত্রে দাবি নেইমারের বাবা কথা বলেছেন তাঁদের সঙ্গে ৷

#মাদ্রিদ: রিয়াল মাদ্রিদ বলছে রোনাল্ডোর পাশে খেলতে পারেন নেইমার , আবার ম্যানচেস্টার ইউনাইটেড সূত্রে দাবি নেইমারের বাবা কথা বলেছেন তাঁদের সঙ্গে ৷
আসলে আর যাই হোক আর প্যারিস সেন্ট জার্মেইনে থাকতে চান না নেইমার সেটা পরিষ্কার করে দিয়েছেন পিএসজি বস উমাই এমেরি ৷ সোজা কথায় বিষয়টা এখন ‘হেথা নয়, হেথা নয় অন্য কোথাও,অন্য কোনও খানে’ ৷
File Photo File Photo
advertisement
আর পিএসজি-র পক্ষ থেকে সরকারিভাবে নেইমার থাকতে চাননা বার্তার পর তাঁকে তুলে নেওয়ার জন্য আসরে ঝাঁপিয়ে পড়েছে ইউরোপিয়ান জায়ন্টরা ৷ রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে খোদ সুপার বস জিনেদাইন জিদান মুখ খুলেছেন ৷ তিনি বলেছেন এই সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমার একসঙ্গে খেলবেন ৷
advertisement
File Photo File Photo
এদিকে স্প্যানিশ জায়ন্টরা যখন হম্বিতম্বি শুরু করেছে তখন পিছিয়ে নেই ইংলিশ জায়ন্ট ম্যানচেস্টার ইউনাইটেডও ৷  তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছে রেড ডেভিলসের সঙ্গে কথা চালিয়েছেন নেইমারের বাবা ৷ আর সূত্রের খবর এই সুযোগ আর মিস করতে চান না ম্যান ইউ বস হোসে মরিনহো ৷
advertisement
গত মরশুমেঐতিহাসিক ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজি গিয়েছিলেন সাম্বা তারকা ৷ তবে প্যারিসের সঙ্গে মধুর সময় দীর্ঘস্থায়ী হওয়ার বিশেষ সম্ভবনা দেখা যাচ্ছে না ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মেসি নয়, এবার রোনাল্ডোর সঙ্গে দোস্তি জমাতে চললেন নেইমার, জোর জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement