কিবু যেন ‘চাক দে’র কবীর খান, বদলার খোঁজে গোয়ায় মোহনবাগান

Last Updated:

খেতাব পকেটে। বদলার খোঁজে গোয়ায় বাগান। প্লাজা-সাইরাস ধুন্ধমার ডুয়েল। চার্চিলকে হারাতে মরিয়া মোহনবাগান।

#মারগাও : বদলার ম্যাচ? স্মিত হাসিতে এড়িয়ে যাচ্ছেন কোচ কিবু ভিকুনা। ভদ্রলোক কোচ বললেও কম বলা হয়। হাজার খোঁচাতেও স্প্যানিয়ার্ডের মুখ থেকে চার গণ্ডা শব্দ বার করা কঠিন কাজ। তবে মনে মনে কী আর জ্বলছেন না? ৮ ডিসেম্বর কল্যাণীর সেই হার টলিয়ে দিয়েছিল কিবুর হটসিট। হোম ম্যাচে চার গোল খাওয়ার যন্ত্রণা কী এত সহজে ভোলা যায়? স্প্যানিশরা  দিলদার হতে পারেন। উদার হতে পারেন। কিন্তু স্প্যানিশরা অপমান ভুলতে পারেন, এমন তো শোনা যায় না। শনিবার ফাতোরদায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নামার আগে বেইতিয়া, গনজালেজদের কানে কানে ভিকুনা সেটাই মনে করিয়ে দেবেন কী না, জানা নেই। তবে মনে করিয়ে দিলেও ভুল করবেন না।  ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে মোহনবাগান। খেতাব এখন সময়ের অপেক্ষা।
অন্যদের সঙ্গে  ভিকুনার দলের পয়েন্টের ফারাকটা যেখানে দাঁড়িয়ে, তাতে এক-আধটা ম্যাচ গলে গেলেও কিছু যায় আসে না। কিন্তু শনিবার ফাতোরদায় চার্চিল ম্যাচ চাই-ই-চাই। বন্ধ ড্রেসিংরুমের আড়ালে ভিকুনা ‘চাক দে’-র কবীর খান রূপী শাহরুখ হয়ে উঠলেও বলার কিছু নেই। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে ভাঙা রেকর্ড বাজিয়ে গিয়েছেন স্প্যানিয়ার্ড। ‘‘এখনও চ্যাম্পিয়ন হয়ে যায়নি। আরও ভাল খেলতে হবে।’’ ব্লা ব্লা ব্লা..।বৃহস্পতিবার ফাতোরদায় অনুশীলন করতে চেয়েও মাঠ পাননি কিবু ভিকুনা। ম্যাচের আগে প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিতে রাজি নয় গোয়ানরা। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ রানার্সের দৌড়ে সুবিধেজনক অবস্থায় আলেমাও চার্চিলের ক্লাব। পর্তুগিজ কোচ হোসে ফার্নান্দোর দলও গোয়ান ফিস কারির মতোই মশালাদার। গোলের মধ্যে রয়েছেন উইলিস প্লাজা। মাঝমাঠে ভরসা দিচ্ছেন সিসে, ইজরায়েল, রিচার্ড কোস্তারা। চোট সারিয়ে বাগানের ডিফেন্সে ফিরছেন ড্যানিয়েল সাইরাস। প্লাজাকে রোখার দায়িত্বও সাইরাসের ওপরেই ছাড়ছেন ভিকুনা। ত্রিনিদাদ-টোবাগোর দুই তারকার ডুয়েল বাগান-চার্চিল ম্যাচের অন্যতম আকর্ষণ।
advertisement
advertisement
নেরোকা ম্যাচে লালকার্ড দেখা ধনচন্দ্রর জায়গায় দলে আসছেন গুরজিন্দর কুমার। গোয়ায় চার্চিল বধে এক ঢিলে দুই পাখির লক্ষ্যে সবুজ-মেরুন। কল্যাণীর বদলা সঙ্গে খেতাবের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া।
PARADIP GHOSH
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কিবু যেন ‘চাক দে’র কবীর খান, বদলার খোঁজে গোয়ায় মোহনবাগান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement