হোম /খবর /ফুটবল /
আই লিগের রং সবুজ মেরুন, আইজলকে হারিয়ে দেশের সেরা মোহনবাগান

আই লিগের রং সবুজ মেরুন, আইজলকে হারিয়ে দেশের সেরা মোহনবাগান

File Image

File Image

এবারে আই লিগ জিতে নতুন রেকর্ড করল মোহনবাগান

  • Last Updated :
  • Share this:
 মোহনবাগান: ১                                                      আইজল এফসি:০

#‎কল্যাণী: স্বপ্ন পুরণ৷ বেইতিয়ার দৌড়৷ পাপার লাস্ট টাচ৷ ব্যাস৷ এবারের মতো জাতীয় লিগ ঘরে এল মোহনবাগানের৷ বাকি দলের থেকে অনেকটা এগিয়ে থেকে আইলিগ ঘরে তুলল সবুজ মেরুন শিবির৷

কাল খোলা মনে রং খেলেছিলেন মোহনবাগানের ফুটবলাররা৷ কর্মকর্তাদের মুখ দেখে মনে হচ্ছিল, খেলা যেন হয়েই গিয়েছে৷ টগবগে ভিকুনা বাহিনীকে এতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, মনে হচ্ছিল আজ শুরুতেই ম্যাচ গুটিয়ে দেবেন তাঁরা৷ কিন্তু বিষয়টা ততটা সহজ ছিল না৷ প্রথমার্ধে দু’দলই ছিল সাবধানী৷ কারোর মধ্যেই গোলের খিদে তেমন দেখা যাচ্ছিল না৷ দু’জনই সাবধানে একে অপরকে বুঝে নিতে চাইছিল৷ কিন্তু প্রথমার্ধের পর যেন খোলস ছেড়ে বেরিয়ে পড়ল পরিচিত মোহনবাগান৷ একের পর এক পাস খেলে গঙ্গা পাড়ের ক্লাব যেভাবে দেশের প্রায় সমস্ত দলকেই ঘোল খাইয়ে রেখেছে, সেই খেলাটাই দেখা গেল দ্বিতীয়ার্ধে৷ তবু, গোল মুখ যেন খুলছিলই না৷ শেষে সেই পরিত্রাতা হয়ে দেখা দিলেন বেইতিয়া৷ আইজলের অর্ধে দু’দিকে প্রায় জনা তিনেক রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে ডানদিকে অরক্ষিত পাপার পায়ে নিশ্চিত গোলুমখের বল সাজিয়ে দিলেন৷ ঠিক দুটো টাচ৷ ডি বক্সের কয়েক ইঞ্চি বাইরে থেকে বল ধরে গোলকিপারের ডানদিক দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে৷ ফেটে পড়ল মোহনবাগান জনতা৷ ব্যবধান বাড়তে পাড়ত৷ শুভ ঘোষ মাঠে আসার পর আইজলের নাভিঃশ্বাস ওঠার জোগাড় হয়েছিল৷ তখনই একবার বারে লেগে ফের আসে পাপার শট৷

এবারে আই লিগ জিতে নতুন রেকর্ড করল মোহনবাগান৷ এর আগে একমাত্র গোয়ার ডেম্পো লিগের চার রাউন্ড বাকি থাকতেই খেতাব ঘরে তুলেছিল৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলল মোহনবাগান৷ উত্তাল কল্যাণীতে খেলা শেষের পর তাই যেন স্বপ্ন রচনা হল নতুন৷ ২০১৫ সালের পর মোহনবাগান খেতাব ঘরে তুলল৷

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: EastBengal, I-League, Indianfootball, Mohonbagan