'কব হ্যায় হোলি' গব্বরের ধাঁচে হুঙ্কার মোহনবাগানের !
- Published by:Piya Banerjee
Last Updated:
লিগ টেবিলের যা অঙ্ক, তাতে হোলির সময়েই আই লিগ ঘরে ওঠার কথা বাগানের।
#কলকাতা : "হোলি কব হ্যায়? কব হ্যায় হোলি?" শোলের গব্বরের ধাঁচে বাগানের সৃঞ্জয়, দেবাশিসরা এখন খোঁজ নিচ্ছেন, অপেক্ষায় রয়েছেন রং-বাজির। লিগ টেবিলের যা অঙ্ক, তাতে হোলির সময়েই আই লিগ ঘরে ওঠার কথা বাগানের। আই লিগের পয়েন্ট টেবিলে রংবাজি তো এখন সবুজ-মেরুনেরই।হারাধনের ১১টির মধ্যে ৮টি আগেই ভোগের খাতায়। বুধবার গেল আরও একটা। ট্রাউয়ের বিরুদ্ধে ০-১ গোলে হেরে বাগান ছোঁয়ার স্বপ্ন শেষ চার্চিলের। রইল পড়ে রিয়াল কাশ্মীর। নেরোকা-কে ১-০ গোলে হারিয়ে শিবরাত্রির সলতের মত অঙ্কের হিসেবে টিমটিম করে জ্বলে রইল রবার্টসনের কাশ্মীর। তবে সব হিসেব গঙ্গার জলে ভেসে যাবে মোহনবাগান ঘরের মাঠে চেন্নাই ও আইজল-কে হারিয়ে দিতে পারলে। সোজা অঙ্কে লিগ থেকে ৬ পয়েন্ট দূরে মোহনবাগান। লিগ জয়ের সহজ অঙ্কটা মাথায় ঢুকিয়ে ফেলেছেন বাগান কোচ কিবু ভিকুনা। চেন্নাই ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসের এভারেস্টে গোটা দলটাই। "শীর্ষে থেকে লীগ শেষ করতে চাই।" সরল কিবুর সহজ উত্তর। স্প্যানিশ কোচ বুঝে গিয়েছেন চেন্নাই ও আইজল ম্যাচ জিতে গেলে খেতাব ঢুকে পড়বে বাগানে। সেক্ষেত্রে বেইতিয়া, পাপা, গঞ্জালেজরা চাপমুক্ত হয়ে নামতে পারবেন ১৫ মার্চের বড় ম্যাচে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কল্যাণীতে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটির বিরুদ্ধে নামছেন বেইতিয়ারা। লাল কার্ড দেখায় চেন্নাই সিটি বিরুদ্ধে তুরসভ-কে পাবে না মোহনবাগান। ১০০ শতাংশ ম্যাচ ফিট না হওয়ায় ড্যানিয়েল সাইরাসকে চেন্নাইয়ের বিরুদ্ধে নামানোর ঝুঁকি নিতে চাইছেন না কোচ কিবু। ডিফেন্সের মূল স্তম্ভকে বরং ১৫-র বড় ম্যাচের জন্য তুলে রাখতে চাইছে বাগান ম্যানেজমেন্ট। গতবারের আই লিগ জয়ীরা এবার নেহাতই ঢোড়া সাপ। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে ঝুলছে চেন্নাই সিটি। সবুজ মেরুন ব্রিগেড যে রকম দুরন্ত ছন্দে রয়েছে, তাতে চেন্নাইয়ের মতো দলকে হারাতে ঘাম ছোটার কথা নয়। স্ট্রাইকারদের পাশে গোল পাচ্ছেন দলের মিডফিল্ডাররাও। ফলে গোল করার লোকের অভাব নেই বাগানে। ডিফেন্স ভদ্রস্থ। গোলের নিচে শংকর তো কেরিয়ারের সেরা ফর্মে। বাগানে তাই হোলির সময়েই বিজয়োৎসবছর প্রস্তুতি। আক্ষরিক অর্থেই ময়দানে হোলির রং এবার সত্যিই সবুজ-মেরুন। বাগান আর লিগ খেতাবের মাঝে সরু সুতোয় পেন্ডুলামের মত ঝুলছে চেন্নাই আর আইজল ম্যাচ। তিন টেক্কা এখন বাগিনে্য আস্তিনে। শুধু 'শ্যো' বলার অপেক্ষা। দশের কল্যাণীতেই আসল রং-বাজি।
advertisement
PARADIP GHOSH
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2020 11:27 PM IST