যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনকে কী বার্তা সুপারস্টার পগবার ?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
এবার খেলা শেষে মাঠে প্যালেস্টাইনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো। মরশুমের শেষ হোম ম্যাচের খেলা শেষে খেলোয়াররা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন
এরই ধারাবাহিকতায় এবার খেলা শেষে মাঠে প্যালেস্টাইনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো। মরশুমের শেষ হোম ম্যাচের খেলা শেষে খেলোয়াররা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ দায়ালো সেটি ওড়ান। প্রিমিয়ার লিগে স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মে) ফুলহামের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়।
advertisement
এর আগে এক টুইটে পগবা বলেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে।’ ওই টুইটে প্যালেস্টাইনের জন্য প্রার্থনা চেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা। পল বরাবর শান্তির বার্তা দিয়ে এসেছেন। তিনিও মনে করেন ধর্ম দেখে নয়, কাতর মানুষের পাশে দাঁড়ানো উচিত। যেভাবে গাজায় প্রতিদিন অসংখ্য শিশু এবং মহিলা মারা যাচ্ছেন ইজরায়েলি আক্রমণে, তাতে মানবতার অস্তিত্ব নিয়ে সওয়াল করছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
advertisement
advertisement
তবে তিনি আশাবাদী মানুষের বোধোদয় হবে। মানুষ বুঝতে শিখবে সকলেই ঈশ্বরের সন্তান। ব্যক্তিগতভাবে প্যালেস্তিনীয় মানুষদের সাহায্য করতেও ইচ্ছাপ্রকাশ করেছেন পগবা। আর্থিক দিক দিয়ে হোক বা অন্য কোনওভাবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান পল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2021 11:12 PM IST