Ronaldo fuel crisis : জ্বালানি সমস্যায় ইংল্যান্ড, গাড়িতে তেল নেই রোনাল্ডোর
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Cristiano Ronaldo is struggling to fill up his car during the fuel crisis in Britain .ইংল্যান্ড সহ পুরো ব্রিটেনে জ্বালানির তীব্র অভাব। রোনাল্ডো সেই সমস্যার বাইরে নন। তার বহুমূল্যের দুটি গাড়িতে তেল ভরাতে পারছেন না
বেন্টলির ফ্লাইং স্পার মডেলের গাড়িতে চড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনুশীলনে যেতে দেখা যায় রোনাল্ডোকে। ভারতীয় মুদ্রায় সেই গাড়ির দাম তিন কোটিরও বেশি। ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, দুপুর ২টার দিকে রোনাল্ডোর এক ড্রাইভার তেল ভরানোর জন্য ম্যাঞ্চেস্টারের একটি পেট্রোল পাম্পে যান। কিছুক্ষণ পরে তার আর একটি গাড়ির ড্রাইভারও সেখানে উপস্থিত হন। কিন্তু গেলে কী হবে? বৃষ্টির মধ্যে ৬ ঘণ্টা ৪০ মিনিট অপেক্ষা করার পর রাত ৯টার দিকে দুজনেই বিফল হয়ে ফিরে যান।
advertisement
advertisement
ব্রিটেনে জ্বালানির অভাব থাকায় কেউই ৩০ পাউন্ডের বেশি তেল ভরাতে পারবেন না। রোনাল্ডোর মতো ফুটবলারের ক্ষেত্রেও একই নিয়ম। ব্রিটিশ সংবাদমাধ্যমকে সেই পেট্রোল পাম্পের এক কর্মী বলেছেন, 'রোনাল্ডোর এত টাকা। কিন্তু তেল ভরানোর ব্যাপারে তার সমস্যাও আমাদের মতোই। তার নিরাপত্তারক্ষীরা ভেবেছিল কোনো তেলের ট্যাঙ্কার হয়তো শীঘ্রই আসবে। তারপরে তারা তেল ভরাতে পারবে। কিন্তু বৃষ্টিতে অপেক্ষা করে করে একসময় হতাশ হয়ে তারা চলে যায়।'
advertisement
তবে আশা করা যাচ্ছে ব্রিটেনে জ্বালানির অভাব তাড়াতাড়ি মিটে যাবে। তারপর রোনাল্ডো তার ইচ্ছে মত গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে হাতে বেশি সময় নেই। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিরুদ্ধে খেলা রয়েছে ইউনাইটেডের। আপাতত সেদিকেই মনোনিবেশ করতে চান পর্তুগিজ তারকা।
এমনিতে পুরনো ক্লাবে ফিরে নিজের গোল করার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। মাঝে ওয়েস্ট হ্যাম এবং অ্যাস্টন ভিলার কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত কামব্যাক করেছে রেড ডেভিল। রোনাল্ডোর শেষ মুহূর্তের ম্যাজিকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা। জ্বালানি সমস্যার মাঝে তাই ফুটবলেই ফোকাস রোনাল্ডোর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2021 4:14 PM IST