Ronaldo fuel crisis : জ্বালানি সমস্যায় ইংল্যান্ড, গাড়িতে তেল নেই রোনাল্ডোর

Last Updated:

Cristiano Ronaldo is struggling to fill up his car during the fuel crisis in Britain .ইংল্যান্ড সহ পুরো ব্রিটেনে জ্বালানির তীব্র অভাব। রোনাল্ডো সেই সমস্যার বাইরে নন। তার বহুমূল্যের দুটি গাড়িতে তেল ভরাতে পারছেন না

প্র্যাকটিসে আসতে সমস্যায় পড়েছেন রোনাল্ডো
প্র্যাকটিসে আসতে সমস্যায় পড়েছেন রোনাল্ডো
বেন্টলির ফ্লাইং স্পার মডেলের গাড়িতে চড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনুশীলনে যেতে দেখা যায় রোনাল্ডোকে। ভারতীয় মুদ্রায় সেই গাড়ির দাম তিন কোটিরও বেশি। ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, দুপুর ২টার দিকে রোনাল্ডোর এক ড্রাইভার তেল ভরানোর জন্য ম্যাঞ্চেস্টারের একটি পেট্রোল পাম্পে যান। কিছুক্ষণ পরে তার আর একটি গাড়ির ড্রাইভারও সেখানে উপস্থিত হন। কিন্তু গেলে কী হবে? বৃষ্টির মধ্যে ৬ ঘণ্টা ৪০ মিনিট অপেক্ষা করার পর রাত ৯টার দিকে দুজনেই বিফল হয়ে ফিরে যান।
advertisement
advertisement
ব্রিটেনে জ্বালানির অভাব থাকায় কেউই ৩০ পাউন্ডের বেশি তেল ভরাতে পারবেন না। রোনাল্ডোর মতো ফুটবলারের ক্ষেত্রেও একই নিয়ম। ব্রিটিশ সংবাদমাধ্যমকে সেই পেট্রোল পাম্পের এক কর্মী বলেছেন, 'রোনাল্ডোর এত টাকা। কিন্তু তেল ভরানোর ব্যাপারে তার সমস্যাও আমাদের মতোই। তার নিরাপত্তারক্ষীরা ভেবেছিল কোনো তেলের ট্যাঙ্কার হয়তো শীঘ্রই আসবে। তারপরে তারা তেল ভরাতে পারবে। কিন্তু বৃষ্টিতে অপেক্ষা করে করে একসময় হতাশ হয়ে তারা চলে যায়।'
advertisement
তবে আশা করা যাচ্ছে ব্রিটেনে জ্বালানির অভাব তাড়াতাড়ি মিটে যাবে। তারপর রোনাল্ডো তার ইচ্ছে মত গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে হাতে বেশি সময় নেই। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিরুদ্ধে খেলা রয়েছে ইউনাইটেডের। আপাতত সেদিকেই মনোনিবেশ করতে চান পর্তুগিজ তারকা।
এমনিতে পুরনো ক্লাবে ফিরে নিজের গোল করার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। মাঝে ওয়েস্ট হ্যাম এবং অ্যাস্টন ভিলার কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত কামব্যাক করেছে রেড ডেভিল। রোনাল্ডোর শেষ মুহূর্তের ম্যাজিকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা। জ্বালানি সমস্যার মাঝে তাই ফুটবলেই ফোকাস রোনাল্ডোর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ronaldo fuel crisis : জ্বালানি সমস্যায় ইংল্যান্ড, গাড়িতে তেল নেই রোনাল্ডোর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement