#ম্যাঞ্চেস্টার: দু'দিন আগেই নতুন গাড়ি কিনেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তারপরেই পড়েছেন মহা ঝামেলায়। এমন ঝামেলা হবে আন্দাজ করতে পারেননি। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ইংল্যান্ডে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে যাতায়াতে। গত কয়েকদিন ধরে ইংল্যান্ড সহ পুরো ব্রিটেনে জ্বালানির তীব্র অভাব। রোনাল্ডো সেই সমস্যার বাইরে নন। তার বহুমূল্যের দুটি গাড়িতে তেল ভরাতে পারছেন না। প্রায় সাত ঘণ্টা পেট্রোল পাম্পে অপেক্ষা করার পর নিরাশ হয়ে ফিরে যান তার দুই ড্রাইভার।
আরও পড়ুন - IPL 2021 Chris Morris : ১৬ কোটির মরিসকে নিয়ে রেগে লাল সাঙ্গাকারা
বেন্টলির ফ্লাইং স্পার মডেলের গাড়িতে চড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনুশীলনে যেতে দেখা যায় রোনাল্ডোকে। ভারতীয় মুদ্রায় সেই গাড়ির দাম তিন কোটিরও বেশি। ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, দুপুর ২টার দিকে রোনাল্ডোর এক ড্রাইভার তেল ভরানোর জন্য ম্যাঞ্চেস্টারের একটি পেট্রোল পাম্পে যান। কিছুক্ষণ পরে তার আর একটি গাড়ির ড্রাইভারও সেখানে উপস্থিত হন। কিন্তু গেলে কী হবে? বৃষ্টির মধ্যে ৬ ঘণ্টা ৪০ মিনিট অপেক্ষা করার পর রাত ৯টার দিকে দুজনেই বিফল হয়ে ফিরে যান।
ব্রিটেনে জ্বালানির অভাব থাকায় কেউই ৩০ পাউন্ডের বেশি তেল ভরাতে পারবেন না। রোনাল্ডোর মতো ফুটবলারের ক্ষেত্রেও একই নিয়ম। ব্রিটিশ সংবাদমাধ্যমকে সেই পেট্রোল পাম্পের এক কর্মী বলেছেন, 'রোনাল্ডোর এত টাকা। কিন্তু তেল ভরানোর ব্যাপারে তার সমস্যাও আমাদের মতোই। তার নিরাপত্তারক্ষীরা ভেবেছিল কোনো তেলের ট্যাঙ্কার হয়তো শীঘ্রই আসবে। তারপরে তারা তেল ভরাতে পারবে। কিন্তু বৃষ্টিতে অপেক্ষা করে করে একসময় হতাশ হয়ে তারা চলে যায়।'
তবে আশা করা যাচ্ছে ব্রিটেনে জ্বালানির অভাব তাড়াতাড়ি মিটে যাবে। তারপর রোনাল্ডো তার ইচ্ছে মত গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে হাতে বেশি সময় নেই। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিরুদ্ধে খেলা রয়েছে ইউনাইটেডের। আপাতত সেদিকেই মনোনিবেশ করতে চান পর্তুগিজ তারকা।
এমনিতে পুরনো ক্লাবে ফিরে নিজের গোল করার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। মাঝে ওয়েস্ট হ্যাম এবং অ্যাস্টন ভিলার কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত কামব্যাক করেছে রেড ডেভিল। রোনাল্ডোর শেষ মুহূর্তের ম্যাজিকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা। জ্বালানি সমস্যার মাঝে তাই ফুটবলেই ফোকাস রোনাল্ডোর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo, Fuel prices