মারাদোনা নেই...ফুটবল ঈশ্বরের প্রয়াণে শোকস্তব্ধ মালদহ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মারাদোনার মৃত্যুর খবরে শোকস্তব্ধ মালদহ। ক্রীড়াপ্রেমী জনতার মধ্যে শোকের ছায়া।
#মালদহ: মারাদোনার মৃত্যুর খবরে শোকস্তব্ধ মালদহ। ক্রীড়াপ্রেমী জনতার মধ্যে শোকের ছায়া। বরাবরই উত্তরের এই জেলায় মারাদোনা আর আর্জেন্টিনার ভাল সমর্থক রয়েছে। সকালে মালদহের বৃন্দাবনী ময়দানে ফুটবল কোচিং ক্যাম্প দিনের অনুশীলন শুরু হল দিয়াগোকে স্মরণ করে। ক্ষুদে ফুটবলার থেকে প্রতিষ্ঠিত ফুটবলার, কোচ সকলে মিলে মারাদোনার আত্মার শান্তি কামনায় মাঠে নীরবতা পালন করলেন। এখন যারা ফুটবলের মাঠে তাঁদের অধিকাংশই মারাদোনার ফুটবল প্রতিভাকে সরাসরি চাক্ষুষ করার সুযোগ পাননি।
এ দিনের কোচিং ক্যাম্পের অনুশীলন জুড়ে ছিল মারাদোনার আলোচনা। এই প্রজন্মের ফুটবলারদের কাছে বারবারই মারাদোনার বাম পায়ের জাদুর কথা তুলে ধরলেন প্রশিক্ষকরা। তরুণ ফুটবলারও অনেকেই বিষন্ন। এদের অনেকেই এতদিন ইউটিউবে মারাদোনার ফুটবল প্রতিভা দেখতে অভ্যস্ত।

advertisement
মারাদোনার কার্যত আকস্মিক মৃত্যু ব্যথিত করেছে এখনকার ফুটবলারদের। এদিন মালদহের ফুটবল মাঠে ঘুরে ফিরে এল একই আলোচনা আদৌ মারাদোনার মতো প্রতিভার নতুন ফুটবলার আর কখনো দেখা মিলবে তো। মালদহের বিভিন্ন ক্রীড়া প্রেমী সংস্থা মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ। বিভিন্ন ক্রীড়া সংস্থার তরফ থেকেই মারাদোনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
advertisement

মালদহের ঝংকার ক্লাবে মারাদোনার মৃত্যুতে কালো পতাকা টাঙানো হয়। ক্লাবের প্রবেশপথের ঝোলানো হয় বল পায়ে মারাদোনার স্বপ্নের দৌড়ের ছবি। সকালে মারাদোনার স্মৃতিতে নীরবতা পালন আর বিকেলে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুরাগীরা।
Sebak DebSarma
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2020 9:32 PM IST