#মস্কো : প্রতিবারই বিশ্বকাপ মাতায় অফিসিয়াল সঙ ৷ শাকিরার ওয়াকা ওয়াকা থেকে পিটবুলের উই আর ওয়ান এখনও লোকের মুখে মুখে ফেরে ৷ বিশ্বকাপের ফুটবল জ্বর বাড়িয়ে দিতে এই অফিসিয়াল সঙের জুড়ি মেলা ভার ৷
আগেই ২০১৮ –র অফিসিয়াল সঙের অডিও ট্র্যাক মুক্তি পেয়েছে ৷ তবে সবাই অধীর আগ্রহে ছিল এর ভিডিও রিলিজের জন্য ৷ মুক্তি পেয়েই বাজারে কার্যত ‘ধুম মাচিয়েছে’ লিভ ইট আপ ৷
আরও পড়ুন-IN PICS- সুরকির সেরা সিমোনা, জিতলেন প্রথম গ্র্যান্ডস্ল্যাম
নিকি জ্যাম ফিট, উইল স্মিথ এবং এরা ইসতেরফির এই গানের সুরে এখন দুলছে গোটা দুনিয়া ৷ একদিনের মধ্যেই এই ভিডিও-র ভিউ ৮১ লক্ষ ছাড়িয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, FIFA 2018, FIFA WC 2018, Russia World Cup, World Cup 2018