#বার্সেলোনা: মেসি-রোনাল্ডো লড়াই ঘিরে উত্তাপ তৈরি হচ্ছিল বিশ্বজোড়া ৷ কে কাকে টেক্কা দেবেন এই আশায় বসে থাকে দু‘দলের বরং বলা ভালো দুই তারকার সমর্থকরা ৷
তবে এদিনের ম্যাচে নায়ক হলেন সেই লিওনেল মেসিই ৷ দশজনের বার্সেলোনাকে যেভাবে খেলালেন তিনি তা সত্যিই কুর্নিশযোগ্য ৷
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পেলেও , চোটের কারণে গোটা ম্যাচ খেলতে পারেননি ৷ জেরার্ড পিকে-র পা তাঁর গোড়ালিতে লেগে যাওয়ায় চোট পান সিআর সেভেন ৷ প্রথমার্ধ কষ্ট করে খেললেও দ্বিতীয়ার্ধে তার বদলে নামেন অ্যাসেনসিও ৷
যদিও জিদান জানিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের আগে এই চোট নিয়ে ভয়ের কিছু নেই ৷
এদিন অবশ্য ফের মেসি দেখালেন তাঁর অনুপাত জ্ঞানটা কতটা কার্যকরী ৷ দুই রিয়াল ডিফেন্ডার ও গোলরক্ষক নাভাসকে পরাস্ত করে দারুণ টাচে গ্রাউন্ডেড শটে গোল করে গেলেন তিনি ৷
এদিন অবশ্য দু‘দলই দুটি করে গোল করে ৷ দেখে নিন সেই গোল গুলি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barcelona, Cristiano roanldo, Lionel Messi, Real Madrid