তরুণ বনাম অভিজ্ঞ প্রথম একাদশে ঢোকার লড়াই নিয়ে,রাশিয়ায় মেসির আর্জেন্টিনা

Last Updated:

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপ খেতাব জিততে ৷ এটা অবশ্যই একটা লাখ টাকার প্রশ্ন ৷

#বুয়েনস আয়ার্স: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপ খেতাব জিততে ৷ এটা অবশ্যই একটা লাখ টাকার প্রশ্ন ৷ ফুটবল বোদ্ধাদের মতে না আছে আর্জেন্টিনার স্পেনের মতো ট্রেনিং লেভেল , না আছে জার্মানির মতো এক ঝাঁক সেরা স্কিলের ফুটবলার ৷ তবে এসব কিছু না থেকেও তাদের যা আছে সেটা হল মেসির বিশ্বমানের ব্রিলিয়ান্স ৷ সেটা ইউএসপি করেই রাশিয়া বিশ্বকাপে পাড়ি জমাচ্ছে  ৷
আর্জেন্টিনার স্মৃতিতে কালো অধ্যায়ের মতো ধাওয়া করে বেড়াচ্ছে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হার, তাছাড়াও ২০১৫ ও ২০১৬-র কোপা আমেরিকার ফাইনালে হার ৷ এবারের বিশ্বকাপে এই পরিসংখ্যান বদলাতে মাঠে নামছে নীল –সাদা ব্রিগেড ৷ জর্জ সাম্পাওলি আর্জেন্টিনার কোচিং দায়িত্ব সামলানোর পর থেকে দল উন্নতি করেছে ৷ যোগ্যতা অর্জন পর্বে একটা সময় রীতিমতো হতশ্রী পারফরম্যান্স ছিল দলের , কিন্তু সেই টালমাটাল অবস্থা কাটিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট জিতে নিয়েছে তারা  ৷
advertisement
advertisement
goalkeeper
এদিকে দলের গোলের নিচে এবার আর্জেন্টিনার সেরা পছন্দ দাঁড়াতে পারছেন না ৷ কারণ চোট পেয়েছেন সার্জিও রোমেরো ৷ সেক্ষেত্রে গত ফুটবল মরশুমে চেলসির জার্সি গায়ে খেলে কাবালেরো-র ওপরই ভরসা রাখতে হবে থিঙ্কট্যাঙ্ককে ৷ যার অভিজ্ঞতার ঝুলি খুব একটা সমৃদ্ধ নয় ৷
advertisement
sampaoli
সাম্পাওলি নিজের চিরাচরিত ৪ জনের ডিফেন্স লাইন নিয়েই কাজ করতে পছন্দ করেন ৷ তিনি বিশ্বকাপেও সেই ছকেই দল সাজাবেন ৷ ডিফেন্স লাইনে কোচের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন টাগলিয়াফিকো, ওটামেন্ডি, ফাজিও, মেরকাডো ৷
lo_celeso mascherano
advertisement
মিডফিল্ডে আর্জেন্টিনা কোচের দুই বিকল্প দুই ধরণের ফুটবলার ৷ ৮ জুন ৩৪ হবেন জ্যাভিয়ের ম্যাসচেরানো, যিনি খেলেন দুর্বল চাইনিজ লিগে ৷ অন্যজন ২২ বছরের লো সেলেসো ৷ যিনি মধ্যম মানের প্লেয়ার হলেও আক্রমণ তৈরিতে সিদ্ধহস্ত ৷ মিডফিল্ডের বল সাপ্লাই জোরালো না হলে ফ্রন্টলাইন অনেকটাই অকেজো হয়ে যায় ৷
argentina position
advertisement
ফ্রন্ট লাইনে মেসির ওপর সিংহভাগ দায়িত্ব থাকলেও তাদের বিকল্পদেরও তৈরি থাকতে হবে ৷ হিগুয়েন বা অ্যাগুয়েরোকেও থাকতে হবে তৈরি ৷
এবারের আর্জেন্টিনা দল সিনিয়র-জুনিয়রের মিশেলে তৈরি ৷ তাদের যেমন তরুণ লো সেলেসো রয়েছে তেমনি রয়েছে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা মেসি ৷ সব মিলিয়ে এবার নয় নেভারের মন্ত্র নিয়ে মাঠে নামতে চলেছেন মেসি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
তরুণ বনাম অভিজ্ঞ প্রথম একাদশে ঢোকার লড়াই নিয়ে,রাশিয়ায় মেসির আর্জেন্টিনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement