Messi PSG : মেসির আগমনে সেজে উঠবে আইকনিক আইফেল টাওয়ার

Last Updated:

বার্সেলোনা যখন ঘরের ছেলেকে বিদায়ের মঞ্চ গড়ে তুলতে ব্যস্ত, উল্টোদিকে মেসিকে স্বাগত জানাতে তৈরি পিএসজি। সূত্রের খবর, প্যারিসের আইফেল টাওয়ার সেজে উঠবে বিশেষ আলোকসজ্জায়

নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে অবশ্য রবিবার শেষবারের জন্য ক্যাম্প ন্যু’য়ে পা রাখতে চলেছেন মেসি। সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি সাংবাদিক বৈঠক সারবেন আর্জেন্তাইন মহাতারকা। হাজির থাকতে পারেন ক্লাবের বাকি ফুটবলাররা। মেসির দল ছাড়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক আবেগঘন পোস্ট করেন জেরার্ড পিকে, সের্গিও বুস্কেতস, আঁতোয়া গ্রিজম্যানরা। আক্ষেপের সুরে সকলেই জানান, বার্সেলোনার ড্রেসিং-রুমের পরিবেশ আর আগের মতো থাকবে না।
advertisement
বার্সেলোনা যখন ঘরের ছেলেকে বিদায়ের মঞ্চ গড়ে তুলতে ব্যস্ত, উল্টোদিকে মেসিকে স্বাগত জানাতে তৈরি পিএসজি। সূত্রের খবর, প্যারিসের আইফেল টাওয়ার সেজে উঠবে বিশেষ আলোকসজ্জায়। তবে এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না পিএসজি কর্তারা। জানা গিয়েছে, বার্ষিক ৪০ মিলিয়ন ইউরোতে তিন বছরের জন্য মেসিকে সই করাতে চলেছে ফরাসি ক্লাবটি। ক্লাবের পক্ষ থেকে মেসিকে ১০ নম্বর জার্সি অফার করা হলে, তিনি তা গায়ে চাপাতে অস্বীকার করেছেন। কারণ, গত চার বছর ধরে এই জার্সি রয়েছে নেইমারের দখলে।
advertisement
advertisement
যদিও ব্রাজিলিয়ান তারকা ফুটবলারটি জানিয়েছেন, প্রিয় বন্ধুর জন্য ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে তৈরি তিনি। তা সত্ত্বেও মেসি রাজি হননি। সম্ভবত ১৯ নম্বর জার্সিতে পিএসজি’র হয়ে অভিষেক ঘটতে পারে বাঁ পায়ের জাদুকরের। প্যারিসে ইতিমধ্যেই মেসিকে বরণ করে নেওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। জায়ান্ট স্ক্রিনে হয়তো ঘোষণা করা হবে। নেইমার ছাড়াও মেসির আর্জেন্টিনার ডি মারিয়া, প্যারেডেস
advertisement
রয়েছেন ফরাসি ক্লাবটিতে।
বাংলা খবর/ খবর/খেলা/
Messi PSG : মেসির আগমনে সেজে উঠবে আইকনিক আইফেল টাওয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement