Messi PSG official : দু বছরের চুক্তিতে রেকর্ড অর্থে আজই পিএসজি- তে সই মেসির

Last Updated:

Lionel Messi moves to PSG on two years contract. দু বছরের চুক্তিতে পিএসজি ক্লাবে চুক্তি স্বাক্ষর করতে চলেছেন লিওনেল মেসি। ৩৫ মিলিয়ন ইউরো বার্ষিক চুক্তি

প্যারিসে পা রাখা মেসির সময়ের অপেক্ষা
প্যারিসে পা রাখা মেসির সময়ের অপেক্ষা
#বার্সেলোনা: সব জল্পনা-কল্পনার অবসান। আজ মঙ্গলবার ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকতে চলেছে। আজই দু বছরের চুক্তিতে পিএসজি ক্লাবে চুক্তি স্বাক্ষর করতে চলেছেন লিওনেল মেসি। ৩৫ মিলিয়ন ইউরো বার্ষিক চুক্তি। পরে এক বছর বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ২০২৪ জুন পর্যন্ত প্যারিসেই থাকতে পারেন আর্জেন্টাইন তারকা। আজ সন্ধ্যার দিকে সম্ভবত ঘোষণা করা হবে।
রবিবার লিওনেল মেসি ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিদায় বলে দিয়েছিলেন বার্সেলোনাকে। যদিও বিদায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠেই বলেছিলেন, তিনি চাননি চলে যেতে। থাকতে চেয়েছিলেন। সব কিছুই ঠিক ছিল; কিন্তু শেষ মুহূর্তে লা লিগা কর্তৃপক্ষই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের বিধি-নিষেধের কারণে সব ভেস্তে গেল। এমন একটি মুহূর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মেসি।
advertisement
advertisement
advertisement
তবে মেসি পিএসজিতে যাক, এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না বার্সেলোনা কর্মকর্তারা। তারা চান না মেসি অন্য কোনো ক্লাবে যোগ দিক। পিএসজিতে তো নয়ই। এ জন্য ইউরোপিয়ন কমিশনের কোর্ট অব অ্যাপিলের কাছে রীতিমত মামলা দায়ের করে বসে আছেন তারা। সেখান থেকেই তারা জানতে পারছে, ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র যে নিয়ম রয়েছে, সে কারণে পিএসজিও হয়তো বা মেসিকে দলে নিতে পারবে না।  ৫৪ শতাংশ অনুপাত নিয়েও বার্সেলোনা যেখানে মেসিকে ধরে রাখতে পারছে না, পিএসজি কী করে পারে সেই মেসিকে আকাশচুম্বী বেতন দিয়ে দলে নিতে?
advertisement
অভিযোগ দায়ের করার পর বার্সেলোনার সেই সদস্য এখন আশায় আছে বার্সেনোলা যে কারণে পারেনি, পিএসজিও ঠিক একই কারণে মেসিকে দলভূক্ত করতে ব্যর্থ হবে। তার গুরুতর অভিযোগ হচ্ছে, প্যারিসের ক্লাবটি অতিরিক্ত ব্যায়ের কারণে প্রতিদ্বন্দ্বীতা ধ্বংস হয়ে গেছে। এবারের মরশুমে ইউরোপের বাতাসে টাকা উড়াচ্ছে পিএসজি। আগেই তারা জর্জিনিও উইজনালডাম, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি ডোনারুম্মার মতো খেলোয়াড়দের দলে টেনেছে।
advertisement
আগে থেকেই দলে রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে, মার্কো ভেরাত্তি, মাউরো ইকার্দি, মার্কুইনহোস, অ্যাঞ্জেল ডি মারিয়ারা তো আছেনই। এবার মেসি যোগ দিলে পিএসজির শক্তি এক কথায় অন্য মাত্রায় পৌঁছোবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর জানার পর বার্সেলোনা ক্লাবের নিন্দায় মুখর ফুটবল সমর্থকরা।
গত কুড়ি বছর ধরে যে ফুটবলার তাঁদের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে, আজ তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত করতে ক্যাটালান ক্লাবের এমন ব্যবহার অত্যন্ত নিন্দনীয় মনে করছে সকলে। কিন্তু শেষপর্যন্ত বার্সেলোনার প্রচেষ্টা সফল হল না। মেসির নতুন ঠিকানা প্যারিস।প্রেমের শহরে ফুটবল পাগলদের নতুন প্রেমে ফেলতে যাচ্ছেন ফুটবল জাদুকর।
বাংলা খবর/ খবর/খেলা/
Messi PSG official : দু বছরের চুক্তিতে রেকর্ড অর্থে আজই পিএসজি- তে সই মেসির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement