PSG Messi Freekick : ফ্রিকিকের দেওয়ালের নীচে শুয়ে মেসি, নিন্দা চারিদিকে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Lionel Messi laying on the ground for PSG against Manchester City is disrespectful. চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে ম্যান সিটির বিরুদ্ধে ফ্রিকিক দেওয়ালে মেসিকে বল আটকানোর জন্য নীচে শুয়ে থাকতে দেখা যায়। ব্রিটিশ কিংবদন্তি রিও ফার্দিনান্দ এই ঘটনাকে মেসির কাছে অসম্মানজনক বলেন
ব্রিটিশ কিংবদন্তি রিও ফার্দিনান্দ এই ঘটনাকে মেসির কাছে অসম্মানজনক বলেন। তিনি বললেন পোচেত্তিনো ট্রেনিং এর সময় যখন এই সিদ্ধান্ত নিল তখনই কারোর আটকানো উচিত ছিল। তিনি বললেন তার দলে এরম সিদ্ধান্ত নিলে তিনি নিজে ওয়ালের পিছনে শুয়ে পড়তেন, মেসিকে দিতেন না, মেসির স্থান এটা নয় বলে মনে করছেন তিনি। পিএসজির হয়ে মেসির প্রথম গোল আসে বুধবার ম্যান সিটির বিরুদ্ধে।
advertisement
মেসির গোলের পর ২-০ ব্যবধানে ইউ সি এলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ জেতে প্যারিস সা জা। তার বাঁ পায়ের অসাধারণ কার্ল শটের এই গোলটি ছিল ৬৭৩ তম ক্লাব গোল এবং প্যারিসের জার্সিতে প্রথম। ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়াদিওয়ালা ম্যাচের পর তিনি জানালেন মেসিকে আটকে রাখা সম্ভব নয়। তিনি বললেন পি এস জিকে আটকাতে পারলেও, লিওকে ৯০ মিনিট আটকে রাখা অসম্ভব।
advertisement
advertisement
ম্যানচেস্টার সিটি ২০১৮ সাল থেকে একবারও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ হারেনি, কিন্তু এবার পি এস জির মুখোমুখি হতেই পরাজয় স্বীকার করতে হল তাদের। সেই ম্যাচেরও অন্যতম নায়ক লিওনেল মেসি। পেপ বললেন লিও বেশি বলের ছোঁয়া পাননি, অবশ্য সে সবে চোট সারিয়ে উঠেছে এবং ছন্দের দরকার ছিল। কিন্তু তিনি স্বীকার করলেন তিনি জানতেন কখন মেসি দৌড়াতে পারে এবং প্রতিপক্ষের বক্সের কাছে কতটা মারাত্মক হতে পারে।
advertisement
২০০৮ সালে বার্সেলোনার কোচ হয়ে এসেছিলেন পেপ। তখন সবে মাত্র লিও মেসির নাম বিশ্ব শুনেছে কিন্তু সর্বকালের সেরা লিও মেসিকে তখনও চিনতো না কেউ। ৫ বছরের মধ্যে বার্সা এবং মেসি উভয়কেই খ্যাতি এবং শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে গেছিলেন তিনি। গুরু শিষ্যের সম্পর্ক পেপ এবং লিওর। গুরু যখন শিষ্যকে আটকাতে তার ব্যর্থতা স্বীকার করছে, সেটি একটি অসম্ভব সন্মানের ব্যাপার।
advertisement
গুরুকে হারিয়ে গুরুদক্ষিণা দিয়েছেন তিনি। কিন্তু লিওনেল মেসির মতো ফুটবলার মাটিতে শুয়ে বিপক্ষের ফ্রিকিক আটকাবেন, এটা মেনে নিতে পারছেন না অনেকেই। তবে আবার অনেক ফুটবল পন্ডিত বলছেন দলের প্রয়োজনে নিজের তারকা ইমেজ ভুলে এই কাজ করে মেসি তার স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2021 4:45 PM IST