'যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন ' কেন এই রিংটোন বাজছে বার্সেলোনায় ?

Last Updated:

মেসি মানেই বার্সেলোনা, আর বার্সেলোনা মানেই মেসি। মেনে নিতে কষ্ট হচ্ছে হয়তো। তবুও বার্সা সমর্থকরা হয়তো শেষ বেলায় বলবেন ' বিদায় চ্যাম্পিয়ন '

মেসির শেষ ম্যাচ কী এরকম আড়ম্বরহীন হতে দেবে বার্সেলোনা? সমর্থকহীন মাঠ তো বটেই, কেউ জানতেও পারবেন না মেসি কবে শেষ ম্যাচ খেলে ফেললেন! এ রকম হয়তো হতে দেবে না বার্সা। তবে এখনও চুক্তিতে সই না করাও যে ঘোর সত্যি। তাই মেসিকে নিয়ে জল্পনা থেকেই গেল। শুক্রবার মেসিকে বার্সা অনুশীলনে দেখা যায়নি।এর আগে বার্সেলোনার আরেক ফুটবলার পেড্রি বিশ্রাম নেন।বিশেষজ্ঞরা মনে করেন এই মরশুমে টানা খেলে যাওয়া প্লেয়ারদের মধ্যে মেসি অন্যতম।তাই এই বিশ্রাম তার দরকার।
advertisement
বিশেষ করে পরবর্তী মাসে কোপা আমেরিকার আগে এই বিশ্রাম তার জন্য লাভদায়ক হবে। মেসির এই বিশ্রাম নেওয়ায় বার্সেলোনার লিগ টেবিলে যেমন কোনো পরিবর্তন আনবে না ঠিক সেরমই লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতাবও মেসির থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ৩৫ ম্যাচে ৩০ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন লিও মেসি।
advertisement
advertisement
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কিন্তু বিদায়বেলায় পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়। একটা রোমান্স, একটা অনুভূতি, একটা ভাল লাগা। মেসি মানেই বার্সেলোনা, আর বার্সেলোনা মানেই মেসি। মেনে নিতে কষ্ট হচ্ছে হয়তো। তবুও বার্সা সমর্থকরা হয়তো শেষ বেলায় বলবেন ' বিদায় চ্যাম্পিয়ন ' ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন ' কেন এই রিংটোন বাজছে বার্সেলোনায় ?
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement