করোনা প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল দুনিয়া ৷ কে জানত, শেষপর্যন্ত করোনাই হবে দিউফের মৃত্যুর কারণ ৷
#মার্সেই: মারণ ভাইরাস করোনা কেড়ে নিয়েছে ক্রীড়াজগতের একাধিক ব্যক্তিত্বকে ৷ রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সানজের পর এবার মৃত্যু হল আরেক ফুটবল কর্তার ৷ করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট Pape Diouf-এর ৷ সেনেগালের দিউফ থাকতেন ফ্রান্সেই ৷ চিকিৎসার জন্য নিজের দেশ সেনেগালেই ফিরে গিয়েছিলেন ৷ কিন্তু দিউফকে আর বাঁচানো সম্ভব হয়নি ৷ বুধবার ট্যুইট করে তাঁর মৃত্যুর খবর দেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ৷
Pape Diouf-এর বয়স হয়েছিল ৬৮ বছর ৷ মার্সেই ক্লাবের অগ্রগতিতে দিউফের ভূমিকা অপরিসীম ৷ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। ইউরোপের এত বড় কোনও ক্লাবে কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দিউফই ছিলেন প্রথম ৷ দিদিয়ের দ্রোগবার মতো আফ্রিকার বহু ফুটবলারের এজেন্ট হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি ৷ দিউফ প্রেসিডেন্ট থাকাকালীন মার্সেই দু’বার ফরাসি লিগ ওয়ানে রানার্স হয়েছিল ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল দুনিয়া ৷ কে জানত, শেষপর্যন্ত করোনাই হবে দিউফের মৃত্যুর কারণ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2020 10:12 AM IST

