করোনা প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের

Last Updated:

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল দুনিয়া ৷ কে জানত, শেষপর্যন্ত করোনাই হবে দিউফের মৃত্যুর কারণ ৷

#মার্সেই: মারণ ভাইরাস করোনা কেড়ে নিয়েছে ক্রীড়াজগতের একাধিক ব্যক্তিত্বকে ৷ রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সানজের পর এবার মৃত্যু হল আরেক ফুটবল কর্তার ৷ করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট Pape Diouf-এর ৷ সেনেগালের দিউফ থাকতেন ফ্রান্সেই ৷ চিকিৎসার জন্য নিজের দেশ সেনেগালেই ফিরে গিয়েছিলেন ৷ কিন্তু দিউফকে আর বাঁচানো সম্ভব হয়নি ৷ বুধবার ট্যুইট করে তাঁর মৃত্যুর খবর দেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ৷
Pape Diouf-এর বয়স হয়েছিল ৬৮ বছর ৷ মার্সেই ক্লাবের অগ্রগতিতে দিউফের ভূমিকা অপরিসীম ৷ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্সেই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন দিউফ। ইউরোপের এত বড় কোনও ক্লাবে কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দিউফই ছিলেন প্রথম ৷ দিদিয়ের দ্রোগবার মতো আফ্রিকার বহু ফুটবলারের এজেন্ট হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি ৷ দিউফ প্রেসিডেন্ট থাকাকালীন মার্সেই দু’বার ফরাসি লিগ ওয়ানে রানার্স হয়েছিল ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল দুনিয়া ৷ কে জানত, শেষপর্যন্ত করোনাই হবে দিউফের মৃত্যুর কারণ ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
করোনা প্রাণ কেড়ে নিল ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব মার্সেইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement