Euro 2020: Italy vs Spain মুখোমুখি টক্করে পরিসংখ্যান কী বলে, কার পাল্লা ভারি এই দুই হেভিওয়েটের

Last Updated:

ইউরোতে মুখোমুখি ইতালি ও স্পেন , তার আগে দেখে নিন হেড টু হেড লড়াইতে (head-to-head record ) কার পাল্লা ভারি...

#লন্ডন: ইতালি এবারের ইউরোর ( Euro 2020) অন্যতম ফেভারিট (favourites)৷ রবের্তো মানসিনি-র (Roberto Mancini) কোচিংয়ে থাকা ইতালি এমনিতেই দারুণ ফর্মে ছিল আর ইউরোর মঞ্চেও সেই একই রকম চাঙ্গা পারফরম্যান্স আজুরি বাহিনীর (Azzurri) ৷ বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ জয় তাদের শিবিরে আরও অক্সিজেনের যোগান দিয়েছে৷
ইউরো ২০২০ -র শুরুটা স্পেনের (Spain) বেশ ধাক্কা খাওয়া হয়েছিল৷ কিন্তু কয়েকটা ভালো জয় দিয়ে তারপর তারা অনেকটা সামলে নিয়েছে৷ লুইস এনরিকের (Luis Enrique) ছেলেদের সুইৎজারল্যান্ড (Switzerland) ভালো রকম দৌড় করিয়েছেন৷
ফুটবলের ইতিহাস ঘাঁটলে দেখা যায় মুখোমুখি পরিসংখ্যানে (head-to-head record ) ৩৪ ম্যাচের মধ্যে ১২ ম্যাচে জিতেছে স্পেন৷ ইতালি জিতেছে ৯ টি ম্যাচে৷ আর কোনও ফলাফল হয়নি ১৩ ম্যাচে৷
advertisement
advertisement
২০১৭ সালে এই দুই হেভিওয়েট মুখোমুখি হয়েছিল তাতে স্পেন ৩-০ গোলে জিতেছিল৷ ম্যানসিনি অধীনে তারা দারুণ ফর্মে রয়েছে আর এই ম্যাচে বদলা নেওয়ার জন্য ফুটছে৷
উয়েফা ইউরো ২০২০ (UEFA Euro 2020) ইতালি (Italy) - জয় ,জয়, জয়, জয়, জয়
উয়েফা ইউরো ২০২০ (UEFA Euro 2020) স্পেন (Spain) - জয়, জয়, জয়, ড্র, ড্র
advertisement
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই নিয়ে টানা তৃতীয় বার এই দুই দল মুখোমুখি হয়েছিল৷ ২০১২ সালে ৪-০ গোলে ফাইনালে স্পেন জিতেছিল৷ এর পাঁচবছর আগে ইতালির কাছে নকআউট পর্বে শেষ ১৬ তে ২-০ গোলে হেরেছিল স্পেন৷
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (European Championship) স্পেনের থেকে বেশি কেউ আত্মঘাতী গোল থেকে সুবিধা পায়নি৷ ইউরো ২০২০ তে (EURO 2020) স্পেনের স্কোর লাইনে তিনটি বিপক্ষ দলের আত্মঘাতী গোলের সৌজন্য রয়েছে৷
advertisement
লোরেঞ্জো ইনসাইন (Lorenzo Insigne) নিজের শেষ ১৫ ম্যাচে ১৩ টি গোলে যুক্ত রয়েছেন৷ তিনি মোট ৬ টি গোল  করেছেন ও ৭ টি গোলে সহযোগিতা করেছেন৷ বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে ২-১ স্কোরলাইনেও তাঁর অবদান রয়েছে৷ কোয়ার্টার ফাইনালে তাঁর গোলেই ইতালির সেমিফাইনালের টিকিট হয়৷
স্পেনের জুটি ডানি ওলমো (Dani Olmo) ১৬ এবং জেরার্ড মরেনো (Gerard Moreno) যথাক্রমে ১৬ ও ১৫ টি গোলে টার্গেট নিয়েছেন যার একটিও গোল হয়নি৷ গোটা ইউরোতে এর চেয়ে বেশি কেউ শট নেয়নি৷ যেখানে রোনাল্ডো ও ৯ টি শটের ৪ টি গোল করেছেন, অ্যালভেরো মোরাতা ৪ টি গোল করেছেন আর তিনি ১৫ টি শটের একটিও গোলে কনভার্ট করতে পারেননি৷
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: Italy vs Spain মুখোমুখি টক্করে পরিসংখ্যান কী বলে, কার পাল্লা ভারি এই দুই হেভিওয়েটের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement