Euro 2020: Italy vs Spain মুখোমুখি টক্করে পরিসংখ্যান কী বলে, কার পাল্লা ভারি এই দুই হেভিওয়েটের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইউরোতে মুখোমুখি ইতালি ও স্পেন , তার আগে দেখে নিন হেড টু হেড লড়াইতে (head-to-head record ) কার পাল্লা ভারি...
#লন্ডন: ইতালি এবারের ইউরোর ( Euro 2020) অন্যতম ফেভারিট (favourites)৷ রবের্তো মানসিনি-র (Roberto Mancini) কোচিংয়ে থাকা ইতালি এমনিতেই দারুণ ফর্মে ছিল আর ইউরোর মঞ্চেও সেই একই রকম চাঙ্গা পারফরম্যান্স আজুরি বাহিনীর (Azzurri) ৷ বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ জয় তাদের শিবিরে আরও অক্সিজেনের যোগান দিয়েছে৷
ইউরো ২০২০ -র শুরুটা স্পেনের (Spain) বেশ ধাক্কা খাওয়া হয়েছিল৷ কিন্তু কয়েকটা ভালো জয় দিয়ে তারপর তারা অনেকটা সামলে নিয়েছে৷ লুইস এনরিকের (Luis Enrique) ছেলেদের সুইৎজারল্যান্ড (Switzerland) ভালো রকম দৌড় করিয়েছেন৷
ফুটবলের ইতিহাস ঘাঁটলে দেখা যায় মুখোমুখি পরিসংখ্যানে (head-to-head record ) ৩৪ ম্যাচের মধ্যে ১২ ম্যাচে জিতেছে স্পেন৷ ইতালি জিতেছে ৯ টি ম্যাচে৷ আর কোনও ফলাফল হয়নি ১৩ ম্যাচে৷
advertisement
advertisement
২০১৭ সালে এই দুই হেভিওয়েট মুখোমুখি হয়েছিল তাতে স্পেন ৩-০ গোলে জিতেছিল৷ ম্যানসিনি অধীনে তারা দারুণ ফর্মে রয়েছে আর এই ম্যাচে বদলা নেওয়ার জন্য ফুটছে৷
উয়েফা ইউরো ২০২০ (UEFA Euro 2020) ইতালি (Italy) - জয় ,জয়, জয়, জয়, জয়
উয়েফা ইউরো ২০২০ (UEFA Euro 2020) স্পেন (Spain) - জয়, জয়, জয়, ড্র, ড্র
advertisement
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই নিয়ে টানা তৃতীয় বার এই দুই দল মুখোমুখি হয়েছিল৷ ২০১২ সালে ৪-০ গোলে ফাইনালে স্পেন জিতেছিল৷ এর পাঁচবছর আগে ইতালির কাছে নকআউট পর্বে শেষ ১৬ তে ২-০ গোলে হেরেছিল স্পেন৷
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (European Championship) স্পেনের থেকে বেশি কেউ আত্মঘাতী গোল থেকে সুবিধা পায়নি৷ ইউরো ২০২০ তে (EURO 2020) স্পেনের স্কোর লাইনে তিনটি বিপক্ষ দলের আত্মঘাতী গোলের সৌজন্য রয়েছে৷
advertisement
লোরেঞ্জো ইনসাইন (Lorenzo Insigne) নিজের শেষ ১৫ ম্যাচে ১৩ টি গোলে যুক্ত রয়েছেন৷ তিনি মোট ৬ টি গোল করেছেন ও ৭ টি গোলে সহযোগিতা করেছেন৷ বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে ২-১ স্কোরলাইনেও তাঁর অবদান রয়েছে৷ কোয়ার্টার ফাইনালে তাঁর গোলেই ইতালির সেমিফাইনালের টিকিট হয়৷
স্পেনের জুটি ডানি ওলমো (Dani Olmo) ১৬ এবং জেরার্ড মরেনো (Gerard Moreno) যথাক্রমে ১৬ ও ১৫ টি গোলে টার্গেট নিয়েছেন যার একটিও গোল হয়নি৷ গোটা ইউরোতে এর চেয়ে বেশি কেউ শট নেয়নি৷ যেখানে রোনাল্ডো ও ৯ টি শটের ৪ টি গোল করেছেন, অ্যালভেরো মোরাতা ৪ টি গোল করেছেন আর তিনি ১৫ টি শটের একটিও গোলে কনভার্ট করতে পারেননি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2021 6:37 PM IST