# একতেরিনবার্গ: মিশর বনাম উরুগুয়ে ম্যাচ ৷ ভারতীয় সময় শুক্রবার বিকেলেই এই ম্যাচের কিক অফ ৷
যে মহম্মদ সালাহ নামবেন কি নামবেনা এই নিয়ে জোর জল্পনা চলছে ফুটবল বিশ্বে ৷ ফুটবল বিশ্বে মিশরীয় দলের ডাকনাম ‘ফারাওস’ ৷ আর বিশ্বকাপের মূল পর্বের টিকিট যোগাড় করে দেওয়া সালাহ প্রথম ম্যাচে নেই ধরে নিয়েই দল সাজাচ্ছেন মিশর কোচ হেক্টর কুপের ৷
সালাহ এই মুহূর্তে ফিটনেস নিয়ে দারুণভাবে কাজ করছে কিন্তু তাও এতবড় ম্যাচে তাঁকে প্রথম একাদশে নামানোর ফাটকা থিঙ্কট্যাঙ্ক খেলবে কিনা লাখ টাকার প্রশ্ন ৷
আরও পড়ুন - সালাহ বনাম সুয়ারেজ দেখতে দূরবীন হাতে মাঠে যাবেন দর্শকরা
সালাহকে ছাড়াই তাই প্রাথমিক একাদশ তৈরি করে রাখছেন কোচ ৷ সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে আর্সেনালে খেলা মহামেদ এলেনেনিকে ৷ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন এই ফুটবলার ৷ মিডফিল্ডের আবদাল্লহা এল সইদের সঙ্গে বোঝাপড়ায় মাঝমাঠকে পরিচালনা করবেন তিনিই ৷
উরুগুয়ের বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে ঘর সামলে আক্রমণের ছকে যাবে মিশর ৷ আক্রমণের সামনের ব্যাটন সামলাতে চলেছেন মহসেন ৷ তবে প্রথম একাদশে না নামলেও সালাহ পরিবর্ত হিসেবে নামার সম্ভবনা উজ্জ্বল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Egypt, FIFA 2018, FIFA WC 2018, Mohammed Salah, Russia World Cup, World Cup 2018