মেগা ম্যাচের মেগা ভ্যেনু Wembley Stadium, সেমিফাইনালের আগে চিনে নিন রণভূমি

Last Updated:

মেগা ম্যাচের আগে ওয়েম্বলি স্টেডিয়ামের খুঁটিনাটি-র খবর৷

#লন্ডন: ওয়েম্বলি এবারের ইউরোর ৮ টি ম্যাচ আয়োজন করেছে যার মধ্যে শেষ ষোলর ম্যাচ রয়েছে৷ রয়েছে, সেমিফাইনাল এবং ফাইনাল৷ এবারের ইউরোর গ্রুপ ডি-র তিনটি ম্যাচ এই স্টেডিয়ামে খেলা দিয়ে এবারের ইউরো শুরু করেছিল লন্ডনের এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম৷ স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কের সঙ্গে এই ম্যাচ আয়োজনের দায়িত্ব শেয়ার করেছিল তারা৷
প্রাথমিকভাবে ভাবনাচিন্তা ছিল যে এই স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল (semi-finals and final) খেলা হবে৷ কিন্তু তারপরে আরও চারটি ম্যাচ এই ভ্যেনুতেই দেওয়া হয়৷ কারণ ব্রাসেলস  ও ডাবলিন আয়োজকের দায়িত্ব থেকে সরে যায়৷
২০০৭ সালে ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম পুর্ননির্মান হয়৷ ইউরোপের বার্সেলোনার হোম গ্রাউন্ড ন্যু ক্যাম্পের পর এটা দ্বিতীয় সর্ববৃহৎ স্টেডিয়াম৷ এই মাঠের মোট দর্শকাসন ৯০ হাজার হলেও এখন তা  ৫৪,৯৯০৷ তবে এই মুহূর্তে ২৫ শতাংশ দর্শক নিয়ে এখানে ম্যাচ আয়োজন হয়েছে৷ পুরনো স্টেডিয়ামের অ্যারেনা ছিল ১৯২৩ সালের৷ ২০০২ সালে নতুন করে ওয়েম্বলি তৈরির কাজ শুরু হয়৷ নতুন করে তৈরি হওয়ার পর ২০০৮ সালে পোর্টসমাউথ বনাম কার্ডিফ সিটি ম্যাচে এই মাঠে সবচেয়ে বেশি দর্শক এই মাঠে বসে খেলা দেখেছিলেন সেই ম্যাচে মাঠে ৮৯ হাজার ৮৭৪ জন দর্শক এসেছিলেন৷
advertisement
advertisement
এদিকে এদিন ইতালি বনাম স্পেন প্রথম ইউরো সেমিফাইনাল হবে এই ঐতিহাসিক মাঠেই৷  দুই হেভিওয়েটই তৈরি নিজেদের সেরা দিয়ে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাওয়ার জন্য৷
বাংলা খবর/ খবর/খেলা/
মেগা ম্যাচের মেগা ভ্যেনু Wembley Stadium, সেমিফাইনালের আগে চিনে নিন রণভূমি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement