Barcelona vs Juventus: ঘরের মাঠে ফিকে মেসির বার্সা, রোনাল্ডোর জোড়া গোলে বাজিমাত জুভেন্তাসের, দেখুন হাইলাইটস
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট ফুটবলের রাত মিস করেছেন, দেখে নিন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি।
#বার্সেলোনা: রোনাল্ডো বনাম মেসি-র লড়াইতে দারুণ জয় পেল সিআর সেভেনের দল৷ চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারাল জুভেন্তাস৷ লা লিগায় খারাপ ফর্মের ধারা বজায় রেখে গ্রুপ জি-র চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও হারতে হল তাদের৷
তুরিনে করোনা ভাইরাসের কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে পারেননি, সেই ম্যাচে ২-০ হেরেছিল জুভেন্তাস ৷ এদিনের নু ক্যাম্পে ঘরের ছেলেদের খালি হাতেই ফিরতে হল রোনাল্ডোরই পারফরমেন্সের সুবাদে৷ বার্সেলোনার সাম্প্রতিক রক্ষণের ভুল এবং দুটি পেনাল্টির দুটি থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সফল গোলে ম্যাচ মাঠেই রেখে আসতে হল লা লিগার হেভিওয়েট দলকে৷
এদিনের রোনাল্ডো একটি অভিনব রেকর্ড করলেন৷ যেখানে বার্সেলোনার বিরুদ্ধে পেনাল্টি থেকে দুটি গোল করার রেকর্ড করে ফেললেন তিনি৷ পর্তুগিজ তারকা এই প্রথম জুভেন্তাস প্লেয়ার হিসেবে এলএম টেনের বিরুদ্ধে খেললেন৷ রোনাল্ডো আরাউজো-র বক্সের মধ্যে ফাউল করে বসেন ৷ যার জেরে পেনাল্টি পায় জুভেন্তাস৷ কোনও ভুল না করে জালেই বল জড়িয়ে দেন তিনি৷
advertisement
advertisement
১৩ মিনিটের পেনাল্টির পর ২০ মিনিটের মধ্যেই ইতালিয়ান জায়ন্টদের স্কোরলাইন ২-০ হয়ে যায়৷ রক্ষণের ভুলে ম্যাক কেনি বলটিকে ওয়াইড পাঠিয়ে দিয়েছিলেন৷ যা পৌঁছয় হুয়ান কাউদার্দো -র কাছে৷ ক্লোজ রেঞ্জের সিজার্স কিকে গোল করে ়যান তিনি৷
মেসি একাই বার্সা জার্সিতে একাই লড়ছিলেন৷ তাঁর একটি দুরন্ত ফ্রিকিক ক্রসবারে লেগে যায়৷ এই সময়টাতে জুভেন্তাস গোলরক্ষকের ওপর খানিকটা চাপ বাড়লেও তা কার্যকরী করতে পারেনি বার্সা৷
advertisement
৫২ মিনিটে ফের পেনাল্টি পায় জুভেন্তাস ৷ এবারেও কোনও ভুল করেননি রোনাল্ডো ৷ তিনি ফের গোল করে যান৷ দেখে নিন ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত ৷
এদিকে এরপর ৩-০ গোলে পিছিয়ে থাকা স্প্যানিশ জায়ন্টরা চেষ্টা করেও একবারও জুভেন্তাসের গোলমুখ খুলতে পারেনি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2020 8:52 AM IST