সালাহ-র চোট কতটা গুরুতর ? বিশ্বকাপে কি অনিশ্চিত মিশরের এই তারকা ?

Last Updated:

বিশ্বকাপের ঠিক আগেই সালাহ চোট পেয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে মিশর শিবির ৷

#কিয়েভ: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানেই যেন আলাদা উদ্যম নিয়ে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা ৷  কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রাতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব নিজেদের দখলে করেছে জেনেদিন জিদানের ছেলেরা ৷
রাশিয়ায় বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র সপ্তাহ দু’য়েক ৷ বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচের দিকে সবারই নজর ছিল ৷ বিশেষত দু’দলের দুই তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মহম্মদ সালাহ-র উপর ৷ প্রথম জন গোল না পেলেও তাঁর দল টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতে আলাদা নজির গড়েছে ৷ অপরদিকে লিভারপুল এবং মিশরের সমর্থকদের জন্য অত্যন্ত খারাপ খবর হল সালাহ-র চোট ৷  বিশ্বকাপের ঠিক আগেই সালাহ চোট পেয়ে যাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে মিশর শিবির ৷
advertisement
শনিবার ম্যাচের ৩০ মিনিটেই রিয়াল ডিফেন্ডার র‍্যামোসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন মহম্মদ সালাহ ৷ মাঠে চিকিৎসক এসে বেশ কিছুক্ষণ সময় পরিচর্যা চালালেও বিশেষ লাভ হয়নি ৷ এর অল্প কিছুক্ষণ পরেই মাঠ ছাড়তে বাধ্য হন মিশরীয় স্ট্রাইকার ৷ ইংলিশ প্রিমিয়ার লিগে এমরশুমে সবচেয়ে বেশি গোল করা সালাহ-ই বিশ্বকাপে মিশরের সবচেয়ে বড় ভরসা ৷
advertisement
advertisement
ম্যাচ শেষে লিভারপুলের কোচ যুরগেন ক্লপ যা বললেন, তাতে খুব একটা আশার আলো এখন দেখতে পাচ্ছেন না মিশরবাসী ৷ লিভারপুল কোচ জানান, ‘‘ সালাহর আঘাত গুরুতর ৷ অত্যন্ত খারাপভাবে চোট পেয়েছে ও৷ এক্স-রে হয়েছে সালাহ-র ৷ ওকে দেখেও মোটেই ভালে লাগছে না ৷ মনে হচ্ছে হয় কলার বোন কিংবা কাঁধ ভেঙেছে ৷ আমরা একজন দারুণ খেলোয়াড়কে হারালাম ৷ হয়ত বিশ্বকাপের আগে মিশর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারাল ৷ ’’
advertisement
কীভাবে ম্যাচে চোট পেলেন সালাহ ? দেখে নিন নীচের ভিডিওতে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সালাহ-র চোট কতটা গুরুতর ? বিশ্বকাপে কি অনিশ্চিত মিশরের এই তারকা ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement