জর্জ সাম্পাওলি-র কোপে আর্জন্টিনার কে কে , জানুন নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ
Last Updated:
একটা ড্র, একটা হার সব মিলিয়ে দলের পরিস্থিতি আদৌ ভালো নয় ৷
#সেন্ট পিটার্সবার্গ : একটা ড্র, একটা হার সব মিলিয়ে দলের পরিস্থিতি আদৌ ভালো নয় ৷ মেসি ফর্ম খুঁজছেন , দলের বিকল্প স্ট্রাইকাররা ফ্লপ, গোলরক্ষক থেকে ডিফেন্স লাইন সবকিছুর অবস্থাই তথৈবচ ৷
এই অবস্থায় কোচ জর্জ সাম্পাওলি নিজের ধারা অব্যহত রাখছেন ৷ প্রথম একাদশ পরপর দুই ম্যাচে এক রাখেন না আর্জেন্টিনা দলের দায়িত্বপ্রাপ্ত কোচ ৷ এই ম্যাচেও তাই রাখবেন না ৷ দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর কোচকে একনায়ক বলে তোপ দেগেছিলেন অ্যাগুয়েরো ৷ অথচ এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার একটিমাত্র গোল তাঁর পা থেকেও এসেছে ৷ অথচ তাঁকেই বসিয়ে প্রথম একাদশে হিগুয়েনকে রেখে আক্রমণ সাজাবেন তিনি ৷
advertisement
advertisement
এদিকে গোলরক্ষক ক্যাবালেরো যে অমার্জনীয় ভুল করে প্রথম গোলটি খেয়েছিলেন সেটার জন্য তাঁকে বসিয়ে আরমানিকে খেলানোর সম্ভবনা উজ্জ্বল ৷
এছাড়াও অ্যাকুনা ও মেজাকে নিয়েও চিন্তাভাবনা যেরকম চলছে তাদেরও প্রথম একাদশে থাকার সম্ভবনা নেই ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2018 5:11 PM IST