জর্জ সাম্পাওলি-র কোপে আর্জন্টিনার কে কে , জানুন নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ

Last Updated:

একটা ড্র, একটা হার সব মিলিয়ে দলের পরিস্থিতি আদৌ ভালো নয় ৷

#সেন্ট পিটার্সবার্গ : একটা ড্র, একটা হার সব মিলিয়ে দলের পরিস্থিতি আদৌ ভালো নয় ৷ মেসি ফর্ম খুঁজছেন , দলের বিকল্প স্ট্রাইকাররা ফ্লপ, গোলরক্ষক থেকে ডিফেন্স লাইন সবকিছুর অবস্থাই তথৈবচ ৷
এই অবস্থায় কোচ জর্জ সাম্পাওলি নিজের ধারা অব্যহত রাখছেন ৷ প্রথম একাদশ পরপর দুই ম্যাচে এক রাখেন না আর্জেন্টিনা দলের দায়িত্বপ্রাপ্ত কোচ ৷ এই ম্যাচেও তাই রাখবেন না ৷ দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর কোচকে একনায়ক বলে তোপ দেগেছিলেন অ্যাগুয়েরো ৷ অথচ এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার একটিমাত্র গোল তাঁর পা থেকেও এসেছে ৷ অথচ তাঁকেই বসিয়ে প্রথম একাদশে হিগুয়েনকে রেখে আক্রমণ সাজাবেন তিনি ৷
advertisement
advertisement
এদিকে গোলরক্ষক ক্যাবালেরো যে অমার্জনীয় ভুল করে প্রথম গোলটি খেয়েছিলেন সেটার জন্য তাঁকে বসিয়ে আরমানিকে খেলানোর সম্ভবনা উজ্জ্বল ৷
Argentina_formation
এছাড়াও অ্যাকুনা ও মেজাকে নিয়েও চিন্তাভাবনা যেরকম চলছে তাদেরও প্রথম একাদশে থাকার সম্ভবনা নেই ৷
বাংলা খবর/ খবর/খেলা/
জর্জ সাম্পাওলি-র কোপে আর্জন্টিনার কে কে , জানুন নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement